প্যারিসে শেখ বাবুর শিক্ষায় সফলতা মূলক একক আলোকচিত্র প্রদর্শনী

জাকির হোসেন সুমন ,  ইতালী   : মানবতা ও মানবাধিকারের সূতিকাগার প্যারিস এর পোর্ট দো পন্তা জুলিও কুরী হলে ১৭ ই এপ্রিল ফোজিত শেখ বাবুর উদ্যোগে এক বর্ণাঢ্য আলোকচিত্র ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জনাব মিজানুর রহমান সরকার এর সভাপতিত্বে এবং নবীন সরকার এর সঞ্চালনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাধীনতা পদক প্রাপ্ত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিত্র শিল্পী বীর মুক্তিযোদ্ধা জনাব শাহাবুদ্দিন আহমেদ।

প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন ফ্রান্স আওয়ামী লীগ এর সভাপতি জনাব মহসিন উদ্দিন খান লিটন। বিশেষ অতিথি হিসেবে মঞ্চে উপস্থিত ছিলেন সেইন সেন্ট ডেনিস ডিপার্টমেন্ট এর প্রেসিডেন্ট জনাব স্টেফান ট্রুসেল,আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পরিচালক ও ফটো সাংবাদিক জনাব জন ফিলিপ পেরনো ,বাংলাদেশ দূতাবাসের হেড অফ চেন্সরি জনাব হজরত আলী খান।
মঞ্চে উপস্থিত ছিলেন বীর মুক্তি যুদ্ধা জনাব এনামুল হক।আলোকচিত্র উদ্ভোধন করেন ঢাকা বিভাগ এসোসিয়েশন এর সভাপতি জনাব শেখ মোহাম্মদ শাহজাহান সারু। বক্তব্য রাখেন সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগ এর সহ সভাপতি জনাব আব্দুল্লাহ আল বাকি ,ফ্রান্স আওয়ামী লীগ এর সহ সভাপতি জনাব শাহজাহান রাহমান ,ফ্রান্স আওয়ামী লীগ এর সহ সভাপতিবৃন্দ যথাক্রমে শাহজাহান রহমান ,আব্দুল মোতালেব খান ,জসিম উদ্দিন ফারুক ,জনাব আজম খান ,ফ্রান্স আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক জনাব দিলওয়ার হোসাইন কয়েছ ,মুক্তিযোদ্ধা সংহতি পরিষদের সভাপতি জনাব মিয়া মোহাম্মদ জামিল ,প্যারিস নগর আওয়ামী লীগ সভাপতি সাইফুল ইসলাম খান ,ফ্রান্স আওয়ামী লীগ এর যুগ্ন সাধারণ সম্পাদকবৃন্দ যথাক্রমে জনাব আকরাম খান ,জনাব অপু আলম ,গাজী সিরাজ ,প্রবীণ আওয়ামী লীগ নেতা হারুনুর রশিদ।
বক্তারা বাংলাদেশ সরকার এবং সরকার প্রধান মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার ভুসয়ী প্রশংসা করেন। তাঁর এই মহতী উদ্যোগের কারণে আগামী ১০ বছর পর বাংলাদেশে নিরক্ষতার হার একদমই কমে আসবে বলে উল্লেখ করেন।সাথে সাথে এই বিশাল কর্মযজ্ঞ বিশ্বের বুকে মানবতা ও মানবাধিকারের জন্য দৃষ্টান্ত হয়ে থাকবে।সভায় সকলেই আলোকচিত্র শিল্পী জনাব ফোজিত শেখ বাবুর সময় উপযুগি এই মহতী উদ্দোগের জন্য উৎসাহ জ্ঞাপন ও ধন্যবাদ জানান।
অনুষ্ঠানের শুরুতেই বাংলা স্কুলের ছাত্র ছাত্রীদের জাতীয় সংগীত পরিবেশনার মাদ্ধমে সভার কর্মসূচি শুরু করা হয়। আলোচনা সভা সমাপ্তির পর শিল্পী শাহাবুদ্দিন সমেত অতিথিবৃন্দ আলোকচিত্র উদ্ভোধন করেন।এই প্রদর্শনী তিনদিন চলবে ।