প্যারাস্যুটে নামতে গিয়ে ক্যাডেট সাদমান দুর্ঘটনায় নিহত

ঝিনাইদহ প্রতিনিধিঃ
বাংলাদেশ সেনাবাহিনীর অফিসার ক্যাডেট কোটচাঁদপুরের সাদমান-বিন-সৌজন্য (২১) প্যারাকমা- ট্রেনিং-এ পেল্টন থেকে প্যারাস্যুটে নামার সময় মাটিতে পড়ে নিহত হয়েছেন। মরহুম সাদমান-বিন- সৌজন্য কোটচাঁদপুর এসডি কলেজের সহকারী অধ্যক্ষ আক্তাঊর রহমানের একমাত্র সন্তান।

মরহুমের চাচা আতাউর রহমান বাবলু জানান, সোমবার সাড়ে ৫টার দিকে সিলেট  সেনাবাহিনীর ট্রেনিং এরিয়ার মধ্যে প্যারাকমা-ট্রেনিং চলাকালে অফিসার ক্যাডেট সাদমান-বিন-সৌজন্য পেল্টন থেকে প্যারাস্যুটে নামতে যেয়ে প্যারাস্যুট না ফুটায় তিনি মাটিতে পড়ে নিহত হন। কোটচাঁদপুর থানা ভারপ্রাপ্ত (তদন্ত) কর্মকর্তা আকবর আলী জানান, লাশ মঙ্গলবার দুপুর ৩টা ৫ মিনিটের সময় সেনাবাহিনীর একটি বিশেষ হেলিক্যাপ্টারে কোটচাঁদপুর বয়েজ হাইস্কুল মাঠে পৌছায়।

এ সময় যশোহর সেনানিবাসের সেনা কর্মকর্তারা মরহুমের স্বজনদের লাশ হস্তান্তর করেন। এখান থেকে মরহুমের লাশ পৌর শহরের বয়েজ হাইস্কুল সংলগ্ন তাদের নিজ বাসভবনে আনা হলে এক হৃদয় বিদায়ক দৃশ্যের সৃষ্টি হয়।

বিকালে আসরের নামাজ শেষে বয়েজ হাইস্কুল ঈদগাঁ মাঠে মরহুমের নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানাজায় অংশ নেন ঝিনাইদহ ক্যাডেট কলেজের অধ্যক্ষ, জেলাপ্রশাসক, স্থানীয় প্রশাসনে কর্মকর্তাবৃন্দ, জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামজিক সংগঠনের নেতৃবৃন্দসহ ধর্মপ্রাণ সর্বস্তরের অগণিত মানুষ।