পেট্রোল পাম্পে কাল থেকে অভিযান

একাত্তলাইভ ডেস্ক: দেশের সকল পেট্রোল পাম্পে শুক্রবার থেকে আনুষ্ঠানিকভাবে ভেজালবিরোধী অভিযান পরিচালিত হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ।বৃহস্পতিবার দুপুরে রাজধানীর শাহবাগে একটি পেট্রোল পাম্পে ভেজালবিরোধী অভিযান শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। শুক্রবার আনুষ্ঠানিকভাবে অভিযান চালানোর কথা থাকলেও গোপন সংবাদের ভিত্তিতে তিনি এই পাম্পে অভিযান পরিচালনা করেন। অভিযানে নেতৃত্ব দেন তিনি নিজেই।এ সময় পাম্পে জ্বালানি তেল পরীক্ষা করা হয়। এর মধ্যে অকটেনের গ্রেডে হেরফের ধরা পড়ে। পরে অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি।প্রতিমন্ত্রী বলেন, ‘কাল (শুক্রবার) থেকেই অভিযান শুরু হচ্ছে। আগামী তিন মাস সারাদেশে এই অভিযান চলবে। অভিযানকালে খতিয়ে দেখা হবে জ্বালানি তেলে ভেজাল রয়েছে কী না, পরিমাপে তারতম্য হচ্ছে কী না।’ অভিযোগ প্রমাণিত হলে পাম্পের ডিলারশিপ বাতিল এবং অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’আগামী মাসের মধ্যে আবারো জ্বালানি তেলের দাম কমানোর ইঙ্গিত দেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী।