পুলিশ অফিসারের ভুয়া পরিচয়ে বিয়ে করতে গিয়ে গণধোলাইর শিকার যুবকের আত্মহত্যা

বরিশাল প্রতিনিধিঃ
বরিশালের আগৈলঝাড়ায় পুলিশ অফিসারের ভুয়া পরিচয়ে বিয়ে করতে গিয়ে গণধোলাইর শিকার হয়ে ক্ষোভ ও দুঃখে আত্মহত্যা করেছে এক যুবক। পুলিশ লাশ উদ্বার করে ময়নাতদন্তের জন্য বরিশাল মর্গে প্রেরণ করেছে।
স্থানীয় একাধিকসূত্রে জানা গেছে, উপজেলার আস্কর গ্রামের লক্ষ্মণ সরকারের ছেলে লিটন সরকার একই উপজেলার সাহেবেরহাটে মামা বিকাশ মজুমদারের বাড়িতে থাকত। মঙ্গলবার বিকেলে লিটন সরকার পার্শ্ববর্তী বারপাইকা গ্রামের বাসাবাড়ি এলাকায় গিয়ে নিজেকে পুলিশ অফিসার পরিচয় দিয়ে বিয়ে করার উদ্যোগ নেয়। এসময় স্থানীয় অনেকে লিটনকে চিনতে পেরে প্রতারণা করার জন্য তাকে গণধোলাই দেয়। এ ঘটনার পর ক্ষোভে-দু:খে বুধবার সকালে লিটন মামাবাড়ি বসে কীটনাশক পানে আত্মহত্যা করে। থানায় এ সংবাদ জানতে পেরে এসআই শাহজাহান ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল মর্গে প্রেরণ করে। এ ঘটনায় থানায় প্রাথমিকভাবে একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।