একাত্তরলাইভডেস্ক: পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) ও অতিরিক্ত ডিআইজি মর্যাদার কর্মকর্তাকে বদলি করা হয়েছে।আজ রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব ফারজানা জেসমিন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে কর্মকর্তাদের বদলি করা হয়।পুলিশ হেডকোয়ার্টার্স থেকে জানানো হয়, পুলিশ হেডকোয়ার্টার্সের ডিআইজি আতিকুল ইসলামকে ডিআইজি হাইওয়ে পুলিশে, হাইওয়ের ডিআইজি মল্লিক ফখরুল ইসলামকে একই পদে এসবিতে, ডিএমপির অতিরিক্ত কমিশনার শেখ মারুফ হাসানকে ডিআইজি বরিশাল রে্ঞ্জে, সিলেটের অতিরিক্ত কমিশনার মো. মঈনুল হাসানকে পিবিআই’র অতিরিক্ত ডিআইজি হিসেবে, পিবিআই’র অতিরিক্ত ডিআইজি মো. মাহাবুব আলমকে কম্যানড্যান্ট অতিরিক্ত ডিআইজি রংপুরে, কম্যানড্যান্ট অতিরিক্ত ডিআইজি রংপুর শেখ ওমর ফারুককে একই পদে খুলনায়, পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি মো. জহিরুল ইসলাম ভুঁইয়াকে একই পদে সিআইডিতে, সিআইডির অতিরিক্ত ডিআইজি ড. এ এফ এম মাসুম রব্বানীকে অতিরিক্ত ডিআইজি পুলিশ সদর দপ্তরে, পুলিশ একাডেমির অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ ফজলুর রহমানকে ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি, খুলনার অতিরিক্ত ডিআইজি মো. বখতিয়ার আলমকে একই পদে সারদায় ও বরিশালের অতিরিক্ত কমিশনার মো. সায়েদুর রহমানকে পিবিআই’র অতিরিক্ত ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে।এসব কর্মকর্তাদের কর্মস্থলে দ্রুত যোগদানের জন্য বলা হয়েছে।
পুলিশে রদবদল
October 16, 2016