একাত্তরলাইভডেস্ক: নোয়াখালীর কোম্পানীগঞ্জে পুলিশের ওপর হামলা চালিয় আসামি ছিনতাই করেছে আসামি পক্ষের লোকজন।এই ঘটনায় চার পুলিশ সদস্য আহত হয়েছেন।সোমবার সকালে উপজেলার চরএলাহী ইউনিয়নের তেরচোরার বেঁড়ি এলাকায় এ ঘটনা ঘটে।আহত পুলিশ সদস্যরা হলেন এস আই রবিউল হক, সাইফ উদ্দিন, কনস্টেবল সুমন পারভেজ ও আনসার সদস্য আলা উদ্দিন।পুলিশ সূত্রে জানা যায়, তেরচোরার বেঁড়ি এলাকার কালামের মুদি দোকানের আড়ালে ইয়াবা ব্যবসা চলে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় পুলিশ। এ সময় ওই দোকান থেকে ইয়াবাসহ দোকানের পরিচালক কালামকে (৩৫) আটক করে।পরে তাকে নিয়ে আসার সময় পুলিশের ওপর হামলা চালায় তার লোকজন। এতে চার পুলিশ সদস্য আহত হয়। এ সময় হাতকড়া পরা অবস্থায় কালামকে ছিনিয়ে নেয় তারা।কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ মো. ফজলে রাব্বী বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশের কাছ থেকে হাতকড়া পরা অবস্থায় ছিনিয়ে নেওয়া মাদক ব্যবসায়ী কালামকে গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এ বিষয়ে মাদক ও পুলিশের ওপর হামলার ঘটনায় দুটি মামলার প্রস্তুতি চলছে।
পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনতাই
October 24, 2016