ঝিনাইদহ প্রতিনিধিঃ-ঝিনাইদহের শৈলকুপায় উজির মণ্ডল (৭৫) নামের এক বৃদ্ধ গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার মনোহরপুর ইউনিয়নের পাঠানপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত উজির মণ্ডল পাঠানপাড়া গ্রামের মৃত জব্বার মণ্ডলের ছেলে। স্থানীয়দের অভিযোগ, তার ছোট পুত্রবধূ তাকে হত্যা করে মৃতদেহ ঘরের আড়ার সাথে ঝুলিয়ে রাখে।
স্থানীয়রা আরও জানান, উজির মণ্ডলের মানিক ও মুক্তার নামে দুই ছেলে রয়েছে। ছোট ছেলে মুক্তার আনসার ব্যাটেলিয়নের চাকরি সুবাদে বাইরে থাকে। উজির ছোট পুত্রবধূর সংসারে থাকতেন। পুত্রবধূ সুমী তাকে ঠিকমত খেতে দিত না। এতে প্রায়ই বাকবিতণ্ডা হতো। এরই সূত্র ধরে আজ সকালে উজির নিজ ঘরে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেন। টের পেয়ে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে শৈলকুপা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
শৈলকুপা থানার ওসি তরিকুল ইসলাম জানান, এটি আসলে হত্যা নাকি আত্মহত্যা ময়নাতদন্তের পর তা জানা যাবে।