পুতিনের প্রশংসায় ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক:
যুক্তরাষ্ট্র থেকে রুশ কূটনীতিকদের বহিষ্কারেরপাল্টা পদক্ষেপ হিসেবে মার্কিন কূটনীতিকদের বহিষ্কার না করার ঘোষণায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রশংসা করেছেন ডোনাল্ড ট্রাম্প।
এক টুইট বার্তায় ট্রাম্প রুশ প্রেসিডেন্টের প্রশংসা করেন বলে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে।
টুইটে ট্রাম্প বলেন, তিনি সবসময়ই জানতেন রাশিয়ান নেতা খুবই স্মার্ট একজন মানুষ।
যদিও রিপাবলিকান সিনেটর ও সাবেক প্রেসিডেন্ট প্রার্থী জন ম্যাককেইন বলেছেন, এবারের প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার সাইবার কার্যক্রমে যে যোগসূত্র পাওয়া যাচ্ছে, তা যুদ্ধের শামিল এবং এজন্য যুক্তরাষ্ট্রের উচিত রাশিয়াকে মূল্য দিতে বাধ্য করা।
এর আগে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের সময় মস্কো মার্কিন ডেমোক্রেটিক পার্টির ইমেইল হ্যাক করেছে বলে অভিযোগ তুলে ওয়াশিংটন ৩৫ জন রুশ কূটনীতিককে বহিষ্কার করে।
জবাবে মার্কিন কূটনীতিকদের বহিষ্কারের জন্য আনুষ্ঠানিক পরামর্শ দেয় রাশিয়ার পররাষ্ট্র দফতর। তবে প্রেসিডেন্ট পুতিন ঘোষণা দেন, যুক্তরাষ্ট্র থেকে রাশিয়ার কূটনীতিকদের বহিষ্কার করার জবাব হিসেবে রাশিয়া কোনো মার্কিন কূটনীতিককে এখনই বহিষ্কার করবে না।
পুতিন বলেন, এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে তিনি আগামী মাসে ডোনাল্ড ট্রাম্পের দায়িত্বভার গ্রহণ পর্যন্ত অপেক্ষা করবেন। আসছে জানুয়ারির ২০ তারিখে দায়িত্বভার গ্রহণ করবেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ট্রাম্প।