একাত্তলাইভ ডেস্ক: দেবীর বোধন আর ষষ্ঠী পূজার মধ্য দিয়ে মাগুরার আলোকদিয়ার পুখরিয়া গ্রামের দে বাড়িতে শুরু হয়েছে ১০ দিনব্যাপী শ্রী শ্রী নব দুর্গাপূজা। প্রায় ২০০ বছর ধরে এখানে ব্যতিক্রমী দুর্গাপূজা অনুষ্ঠিত হয়ে আসছে। ১০ দিন ধরে এধরনের পূজা দেশের আর কোথাাও হয়না বলে দাবী আয়োজকদের। ব্যতিক্রমি এই পূজা দেখতে প্রতিদিন দেশ বিদেশ থেকে দর্শনার্থীরা ভিড় করছেন। আগামী ৭ অক্টোবর শুক্রবার ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হবে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান শ্রী শ্রী দুর্গাপূজা। ১১ অক্টোবর দশমী বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে এ উৎসব। প্রচলিত রীতিতে ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত ৫ দিনব্যাপী দুর্গাপূজা অনুষ্ঠিত হলেও পুখরিয়ার দে বাড়ির পুখরেশ্বরী পূজামন্ডপে অনুষ্ঠিত হচ্ছে চন্ডি শাস্ত্রমতে ৯ রূপে ১০ দিনব্যাপী (মাঝে একদিন তীথিগত অধিক পূজাসহ) নব দুর্গাপূজা।পূজার আয়োজক ওই গ্রামের ঐতিহ্যবাহী দে পরিবারের প্রধান এসিআই কোম্পানি লিমিটেডের মহাব্যবস্থাপক (কর্পোরেট) আনন্দ গোপাল দে জানান- মহালয়ার পর থেকেই শৈলপুত্রি, ব্রহ্মচারিনী, চন্দ্রঘন্টা, কুস্মান্ডা, স্কন্ধমাতা, কাত্যায়নী, কালোরাত্রি, মহাগৌরি ও সিদ্ধিদাত্রী এই ৯ রূপে মা দুর্গার আরাধনা করা হয়। তাদের মতে, এ পূজা থেকে শক্তি নিয়েই রামচন্দ্র বধ করেছিলেন রাবণকে। ভারতীয় উপমহাদেশের মাত্র কয়েকটি এলাকাতেই এ নব দুর্গাপূজার আয়োজন করা হয়। তিনি সকলকে তাদের বাড়িতে অনুষ্ঠিত শ্রী শ্রী নব দুর্গা পূজায় অংশ গ্রহণের আহবান জানান।সরেজমিন দেখা গেছে, ইতিমধ্যে দে বাড়ির পূজা ঘিরে পুখরিয়া গ্রামে শুরু হয়েছে উৎসবের আমেজ। পূজাকে ঘিরে স্থানীয়দের মধ্যে আগ্রহ দেখা দিয়েছে। তৈরি করা হয়েছে বড় ধরণের বাহারি তোরণ। বর্ণিল আলোকসজ্জায় রঙিন হচ্ছে রাতের আকাশ। পার্শ্ববর্তী জেলাগুলো এমনকি প্রতিবেশি বিভিন্ন দেশ থেকে এই মন্দিরের পূজার দেখতে আসেন দর্শনার্থীরা। উল্লেখ্য, এ বছর মাগুরার চারটি উপজেলায় ৫৯১ টি মন্ডপে অনুষ্ঠিত হবে দূর্গা পূজা। ইতিমধ্যে পূজা উপলক্ষে প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে।
পুখরিয়ার দে বাড়ির ব্যতিক্রমী দুর্গাপূজা

October 3, 2016