সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরার শ্যামনগর উপজেলার খানপুর ‘এবি ব্রিকস’ ইটভাটার সামনে পিকআপের ধাক্কায় ইলিয়াস হোসেন নামে এক মাদ্রাসা ছাত্র নিহত হয়েছে। শুক্রবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। এ সময় স্থানীয়রা পিকআপটি আটক করে পুলিশে দেয়। তবে চালক-হেলপার পালিয়ে গেছে।
নিহত মাদরাসা ছাত্র শেখ ইলিয়াস হোসেন (১৫) শ্যামনগরের নকিপুর গ্রামের শেখ নজরুল ইসলামের ছেলে।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম জানান, মাদ্রাসাছাত্র ইলিয়াস হোসেন মোটরসাইকেল যোগে যাচ্ছিলো। খানপুর ইটভাটার সামনে একটি দ্রুতগামী পিকআপ পেছন থেকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হয়ে ছেলেটি মারা যায়। পিকআপটি আটক করা হয়েছে। চালক ও হেলপারকে আটক করা সম্ভব হয়নি।