পিএমখালীতে ককটেল হামলায় এক ব্যাক্তি আহত

মাহাবুবুর রহমান: পিএমখালীতে ককটেল হামলায় এক ব্যাক্তি গুরুতর আহত হয়েছে। আহত ব্যাক্তি দক্ষিন ডিকপাড়ার জামাল হোসাইন (৬২) তিনি বর্তমানে জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন আছে।
আহত জামাল হোসাইন জানান সোমবার রাত সাড়ে ৮ টার দিকে আমি বাড়ি ফিরার পথে পিএমখালী দক্ষিন ডিকপাড়া জামাল হোসেনের বাড়ির কাছে আসলে আগে থেকে উৎপেতে থাতা স্থানিয় মোহাম্মদ উল্লাহর ছেলে মোঃ আমিনের নেতৃত্বে এক দল সন্ত্রাসী আমাকে বেপক মারধরকরে এতে আমার চিৎকারে লোকজন এগিয়ে আসলে তারা পালিয়ে যাওয়ার সময় মোঃ আমিন আমার মাথায় একটি শক্তিশালী ককটেল মারে এতে আমি রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ি। পরে লোকজন এসে আমাকে সদর হাসপাতালে নিয়ে আসলে আমি প্রানে বেচে যাই।