বিনোদন প্রতিবেদক : বলিউডের জনপ্রিয় কণ্ঠশিল্পী নেহা কাক্কারের কনসার্ট উপস্থাপনা করবেন বাংলাদেশের সঞ্চালিকা ইসরাত পায়েল। আগামীকাল ৩০ সেপ্টেম্বর তাদেরকে একই মঞ্চে দেখা যাবে। এ বিষয়টি নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল। এ প্রসঙ্গে পায়েল বলেন, ‘এর আগে অনেকগুলো অনুষ্ঠান উপস্থাপনা করেছি। আর এবার নেহা কাক্কারের মতো তারকার কনসার্টের আয়োজনের উপস্থাপনা করতে যাচ্ছি এটা ভাবতেই খুব ভালো লাগছে। আশা করছি গানে গানে জমকালো এই আয়োজন জমে উঠবে।’ইমেকার্স বাংলাদেশের উদ্যোগে আয়োজিত কনসার্টে বাংলাদেশের সংগীত প্রেমীদের সামনে প্রথমবারের মতো সরাসরি গান পরিবেশন করবেন বলিউডের ‘কালা চশমা’ খ্যাত কণ্ঠশিল্পী নেহা কাক্কার। শুক্রবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর বসুন্ধরার আন্তর্জাতিক কনভেনশন সিটিতে অনুষ্ঠিত হবে কনসার্টটি। নেহা কাক্কার ছাড়াও দেশের অনেক নামি শিল্লীরাও এই কনসার্টে গাইবেন বলে জানা গেছে। এর নাম দেওয়া হয়েছে ‘নেহা কাক্কার লাইভ ইন ঢাকা পাওয়ার্ড বাই রিফাত ট্রেডিং’। টিকিটের বিনিময়ে নেহা কাক্কারের কনসার্টটি দর্শকরা উপভোগ করতে পারবেন। এখানে টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ১ হাজার, ২ হাজার ও ৩ হাজার ৫০০ টাকা। আর এই টিকিট পাওয়া যাবে অনলাইন শপ ‘অথবা ডট কম’-এ। এছাড়া ফ্যাশন হাউজ ‘জেন্টল পার্ক’ এর সকল শোরুমে কনসার্টের টিকিট পাওয়া যাবে।
পায়েলের উপস্থাপনায় নেহা কাক্কার

September 29, 2016