পার্বত্য ভূমি আইন পাশ ও আলুটিলা পর্যটন প্রকল্প বাতিলের প্রতিবাদে হরতালের সমর্থনে খাগড়াছড়িতে ছাত্র পরিষদের বিক্ষোভ-সমাবেশ

খাগড়াছড়ি প্রতিনিধি:জাতীয় সংসদে পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিস্পত্তি কমিশন (সংশোধন) বিল-২০১৬ পাশ ও খাগড়াছড়ি আলুটিলা বিশেষ পর্যটন জোন প্রকল্প বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে আহুত আগামীকাল বৃহস্পতি ও ১৬ অক্টোবরের(রবিবারের) হরতালের সমর্থনে খাগড়াছড়িতে পার্বত্য বাঙালি ছাত্র পরিষদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।আজ বুধবার খাগড়াছড়ি টাউন হল প্রাঙ্গণ থেকে মিছিলটি বের হয়ে শহরের প্রধান সড়ক ঘুরে শাপলা চত্বরে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক আসাদ উল্লাহ,খাগড়াছড়ি সরকারী কলেজ শাখার সভাপতি সাহাদত হোসেন,সম্পাদক সোহেলা রানা ও সাংগঠনিক সম্পাদক ইরফানুল হক।সমাবেশ থেকে আহুত আগামীকাল বৃস্পতিবার ভোর ৬টা থেকে শুক্রবার সকাল ৬টা এবং আগামী রবিবার ভোর ৬টা থেকে সোমবার ভোর ৬টা পর্যন্ত ৪৮ ঘন্টা হরতাল সফল করার আহবান জানানো হয়।
প্রসঙ্গত পার্বত্য ভুমি বিরোধ নিস্পত্তি কমিশন আইন বাতিল ও খাগড়াছড়ি আলুটিলা বিশেষ পর্যটন জোন প্রকল্প বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে পার্বত্য নাগরিক পরিষদ,পার্বত্য সমঅধিকার আন্দোলন, পার্বত্য গণ পরিষদ, পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ ও পার্বত্য বাঙালি ছাত্র ঐক্য পরিষদ যৌথভাবে তিন পার্বত্য জেলায় ৪৮ ঘন্ট এ হরতালের ডাক দেয়। গত বৃহস্প্রতবার জাতীয় সংসদে পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিস্পত্তি কমিশন(সংশোধিত) বিলটি ২০১৬ পাশ হয়।