পার্থ টেস্টে হারল অস্ট্রেলিয়া

ক্রীড়া ডেস্ক: দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে হেরেছে অস্ট্রেলিয়া। ওয়ের্স্টান অস্ট্রেলিয়ার ক্রিকেট অ্যাসোসিয়েশন গ্রাউন্ডে অসিদের বিপক্ষে ১৭৭ রানে জিতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে দক্ষিণ আফ্রিকা। পার্থ টেস্টে জিততে হলে রেকর্ড গড়তে হতে অস্ট্রেলিয়াকে। সেখানে চতুর্থ ইনিংসে অস্ট্রেলিয়ার সর্বোচ্চ দলীয় ইনিংস ছিল ৪০৬, যেখানে পার্থ টেস্টে জিততে সফরকারী দক্ষিণ আফ্রিকা তাদের ছুঁড়ে দেয় ৫৩৯ রান। জয়ের জন্য শেষ দিন ব্যাটিংয়ে নেমে অজিদের দ্বিতীয় ইনিংস গুটিয়ে যায় ৩৬১ রানে। তবে দুই দলের প্রথম ইনিংস দলীয় আড়াইশো রানের দেখা পায়নি। প্রথম ইনিংসে প্রোটিয়ারা সবক’টি উইকেট হারিয়ে তোলে ২৪২ রান। জবাবে, ভালো শুরু করলেও ২৪৪ রানেই গুটিয়ে যায় অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস। মাত্র ২ রানের লিড পায় স্বাগতিকরা। এরপর দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামা দক্ষিণ আফ্রিকা ৮ উইকেট হারিয়ে ৫৪০ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায়। তাতে, অজিদের সামনে ৫৩৯ রানের টার্গেট দাঁড়ায়।এর আগে নিজেদের প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার পেস আক্রমণে দিশেহারা প্রোটিয়াদের কেহই সেঞ্চুরির দেখা পাননি। ওইসময় ওপেনার স্টিফেন কক ০, ডিন এলগার ১২, হাশিম আমলা ০, জেপি ডুমিনি ১১, ফাফ ডু প্লেসিস ৩৭ রান করেন। এছাড়া বাভুমা ৫১, কুইন্টন ডি কক ৮৪ রান করেন। অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ চারটি উইকেট তুলে নেন মিচেল স্টার্ক, তিনটি উইকেট পান জস হ্যাজেলউড, দুটি উইকেট লাভ করেন নাথান লিওন আর একটি উইকেট নেন পিটার সিডল। এরপর অস্ট্রেলিয়া নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নামলে ওপেনার ডেভিড ওয়ার্নার ৯৭ এবং শন মার্শ ৬৩ করে। এছাড়া অ্যাডাম ভোজেস ২৭, পিটার নেভিলের ২৩ রানে ভর করে ২৪৪ রানে অলআউট হয়। সফরকারী প্রোটিয়াদের হয়ে চারটি উইকেট নেন ভারনন ফিল্যান্ডার। তিনটি উইকেট দখল করেন কেশব মহারাজ আর দুটি উইকেট পান কেগিসো রাবাদা। একটি উইকেট ডেল স্টেইন। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে দারুণ ব্যাটিং নৈপুণ্য দেখায় দক্ষিণ আফ্রিকা। ডিন এলগারের ১২৭, জেপি ডুমিনির ১৪১, কুইন্টন ডি কক ৬৪ এবং ফিল্যান্ডারের ৭৩ রানে ভর করে নিজেদের দ্বিতীয় ইনিংসে ৮ উইকেটে ৫৪০ রানের বিশাল সংগ্রহ পায় দক্ষিণ আফ্রিকা। এ সময় বল হাতে অস্ট্রেলিয়ার হয়ে হ্যাজেলউড, সিডল ও মিচেল মার্শ ২টি করে উইকেট নেন। জয়ের জন্য ৫৩৯ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে ব্যাট হাতে জ্বলে উঠতে পারেনি অস্ট্রেলিয়া্। নিজেদের দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়ার হয়ে উসমান খাজা সর্বোচ্চ ৯৭ রান করেন। এছাড়া ওয়ার্নার ৩৫, স্মিথ ৩৪ এবং মিচেল মার্শ ২৬ রানে রানে আউট হন। পিটার নেভিল ৬০ রানে অপরাজিত থাকলেও তাঙ্গে সঙ্গ দেওয়ার মতো অপরপ্রান্তে কেউ থাকতে পারেনি। ৩৬১ রানে অলআউট হলে ১৭৭ রানে জয়ের হাসি হাসে দক্ষিণ আফ্রিকা। দ্বিতীয় ইনিংসে বল হাতে সর্বোচ্চ ৫টি উইকেট পান প্রোটিয়া তরুণ বোলার কাগিসো রাবাদা, একটি করে উইকেট নেন ফিল্যান্ডার, মাহারাজ, ডুমিনি।