পারিবারিক কলহের জেরে স্ত্রীর হাতে স্বামী খুন, আটক ২

নোয়াখালী প্রতিনিধি :নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় স্ত্রী বিবি শরিফা খাতুন স্বামী শহিদ উল্যা (৩৫)কে জবাই করে হত্যা করেছে। রোববার সকালে ওই উপজেলার চরজুবলি ইউনিয়নের দক্ষিন চরজুবলি গ্রামে পাইলট প্রজেক্টে হত্যাকান্ডের ঘটনা ঘটে। নিহত শহিদ উল্যা দক্ষিন চরজুবলি গ্রামের শাহ আলম এর ছেলে। এঘটনায়  স্ত্রী শরিফা খাতুন শ্যালক নুরুল ইসলামকে আটক করেছে পুলিশ

পুলিশ এলাকাবাসী জানায়, স্ত্রী শরিফা খাতুনের সাথে তার স্বামী শহিদ উল্যার পারিবারিক কলহ র্দীর্ঘ দিন থেকে চলে আসছিল। পারিবারিক কলহ বিবাদ মীমাংসার জন্য গত শনিবার সন্ধ্যায় স্থানীয় শালিশদারদের মাধ্যমে বেঠক বসে। পরে শালিশদাররা শরিফা খাতুনকে বকাঝকা করে স্বামী শহিদ উল্যার সঙ্গে সমঝোতা করে দেন। স্ত্রী শরিফা খাতুন তার ভাই নুরুল ইসলাম শহিদের বাড়িতে রাত্রী যাপন করে। রোববার ভোরে স্ত্রী শরিফা খাতুন শ্যালক নুরুল ইসলাম ঘুমন্ত অবস্থায় শহিদকে জবাই করে হত্যা করে। পরে পালিয়ে যাওয়ার সময় স্থানীয়রা টের পেয়ে শ্যালক নুরুল ইসলাম স্ত্রী শরিফাকে আটক করে ঘরে আটকে রাখে। এসময় শরিফার কোমরে থাকা  বিষ পান করে আত্মহত্যার চেষ্টা করে। অবস্থায় এলাকার লোকজন তাদেরকে পুলিশে সোপর্দ করে

চরজব্বর থানার ওসি নিজাম উদ্দিন স্ত্রীর হাতে স্বামী হত্যার বিষয়টি নিশ্চিত করেছেন। লাশ ময়ন্তদন্তের জন্য নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেছে