নোয়াখালী প্রতিনিধি :নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় স্ত্রী বিবি শরিফা খাতুন স্বামী শহিদ উল্যা (৩৫)কে জবাই করে হত্যা করেছে। রোববার সকালে ওই উপজেলার চরজুবলি ইউনিয়নের দক্ষিন চরজুবলি গ্রামে পাইলট প্রজেক্টে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে। নিহত শহিদ উল্যা দক্ষিন চরজুবলি গ্রামের শাহ আলম এর ছেলে। এঘটনায় স্ত্রী শরিফা খাতুন ও শ্যালক নুরুল ইসলামকে আটক করেছে পুলিশ।
পুলিশ ও এলাকাবাসী জানায়, স্ত্রী শরিফা খাতুনের সাথে তার স্বামী শহিদ উল্যার পারিবারিক কলহ র্দীর্ঘ দিন থেকে চলে আসছিল। এ পারিবারিক কলহ বিবাদ মীমাংসার জন্য গত শনিবার সন্ধ্যায় স্থানীয় শালিশদারদের মাধ্যমে বেঠক বসে। পরে শালিশদাররা শরিফা খাতুনকে বকাঝকা করে স্বামী শহিদ উল্যার সঙ্গে সমঝোতা করে দেন। স্ত্রী শরিফা খাতুন ও তার ভাই নুরুল ইসলাম শহিদের বাড়িতে রাত্রী যাপন করে। রোববার ভোরে স্ত্রী শরিফা খাতুন ও শ্যালক নুরুল ইসলাম ঘুমন্ত অবস্থায় শহিদকে জবাই করে হত্যা করে। পরে পালিয়ে যাওয়ার সময় স্থানীয়রা টের পেয়ে শ্যালক নুরুল ইসলাম ও স্ত্রী শরিফাকে আটক করে ঘরে আটকে রাখে। এসময় শরিফার কোমরে থাকা বিষ পান করে আত্মহত্যার চেষ্টা করে। এ অবস্থায় এলাকার লোকজন তাদেরকে পুলিশে সোপর্দ করে।
চরজব্বর থানার ওসি নিজাম উদ্দিন স্ত্রীর হাতে স্বামী হত্যার বিষয়টি নিশ্চিত করেছেন। লাশ ময়ন্তদন্তের জন্য নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।