পারিবারিক কলহের কারনে বিষপানে আত্মহত্যা

বরিশাল প্রতিনিধিঃ
বরিশালের আগৈলঝাড়ায় সংসারের অভাব অনটন ও পারিবারিক কহলের কারনে দুই জনের বিষ পানে আত্মহত্যার চেষ্টা। এর মধ্যে ১জনের মৃত্যু ও একজন হাসপাতালে ভর্তি রয়েছে। স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, উপজেলার আস্কর গ্রামের শ্যামল অধিকারী মারা যাওয়ার পর তার ছেলে স্বপন অধিকারী নিজে প্রাইভেট পড়িয়ে লেখা পড়া করত।

বর্তমানে সংসার চালিয়ে লেখাপড়া করতে পারছে না স্বপন। তাই এই দুঃখ ও কষ্ট সহ্য করতে না পেরে শুক্রবার বিকেলে বিষপান করে আত্মহত্যার চেষ্টা করে। মুর্মুষ অবস্থায় তাকে উদ্ধার উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। একই দিনে উপজেলার বাকাল গ্রামের মুকুন্দ রায়ের ছেলে বিরেন রায় পরিবারের সাথে ঝগড়া করে বিষপান করে। মুর্মুষ অবস্থায় উপজেলা হাসপাতালে নিয়ে আসলে উন্নত চিকিৎসার জন্য তাকে শুক্রবার রাতে বরিশাল শেবাচিম হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।