পাবনায় প্রকাশ্যে বেকারি ব্যবসায়ীকে কুপিয়ে খুন

পাবনা প্রতিনিধি :পাবনা শহরের শিবরামপুর এলাকায় ফারুক হোসেন (৩৫) নামে এক বেকারি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছেন দুর্বৃত্তরা। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে শিবরামপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ফারুক পাবনা পৌর এলাকার শালগাড়িয়া মহল্লার মৃত নবাব আলীর ছেলে।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মাহমুদ হাসানকে জানান, পূর্ব শত্রুতার জের ধরে ফারুকের সঙ্গে স্থানীয় লোকজনের কিছুদিন ধরে বিরোধ চলছিল। বৃহস্পতিবার সকালে ফারুক নিজ বেকারির পণ্য বিপণনে যাওয়ার পথে শিবরামপুর মুজাহিদ ক্লাব এলাকায় কয়েকজন যুবক তাকে এলোপাতাড়িভাবে প্রকাশ্যে কুপিয়ে চলে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
এ ব্যাপারে স্থানীয় ব্যবসায়ী ও প্রত্যক্ষদর্শী আমিনুল ইসলাম টিপু বলেন, সকালে আমি প্রাতঃভ্রমণে বের হলে দেখি ফারুককে ৩-৪ যুবক ধারালো অস্ত্র দিয়ে কোপাচ্ছে। এ সময় আমি বাধা দিতে গেলে সন্ত্রাসীরা ফারুককে ফেলে রেখে পালিয়ে যায়। পরে আমরা কয়েকজন মিলে তাকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে যাবার পথেই তার মৃত্যু হয়। যারা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তাদেরকে অনেকেই দেখেছে, তারা পরিচিত।
নিহতের ভাই শফিউল করিম জানান, শিবরামপুর এলাকার রাব্বি, রিপন ও সুমন প্রকাশ্যে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে। আমরা এর বিচার দাবি করি।
এ ঘটনার পর থেকে ওই এলাকায় চরম উত্তেজনা বিরাজ করায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পাবনার পুলিশ সুপার জিহাদুল কবির ঘটনাস্থল পরিদর্শনকরেবলেন, এই ঘটনার সঙ্গে জড়িতদের এরইমধ্যে শনাক্ত করা হয়েছে। তাদের গ্রেফতারে পুলিশ চেষ্টা চালাচ্ছে।
নিহত ফারুক দীর্ঘদিন পাবনার বেসরকারি উন্নয়ন সংস্থা অনন্যাতে চাকরি করলেও বছর খানেক আগে চাকরি ছেড়ে নিজেই বেকারি ব্যবসা শুরু করেন। নিজের বেকারিতে উৎপাদিত পণ্য নিজেই বিভিন্ন দোকানে বিপণন করতেন।