পাপারাজ্জিদের ওপর খেপলেন প্রীতি

বিনোদন ডেস্ক : জেনে গুডএনাফকে বিয়ের পর মুম্বাই-লস অ্যাঞ্জেলেস-মুম্বাই প্রায়ই ভ্রমণ করতে  হচ্ছে প্রীতি জিনতাকে।কিন্তু মুম্বাই বিমানবন্দরে পাপারাজ্জিদের মুখে পড়তে হচ্ছে তাকে। আর তাদের আচরণে রীতিমতো ভীত এ অভিনেত্রী। পাশাপাশি পাপারাজ্জিদের ওপর ভীষণ খেপেছেন তিনি।সোমবার মাইক্রোব্লগিং সাইট টুইটারে একটি টুইটে নিজের এই ভয়ের কথাটি ব্যক্ত করেছেন প্রীতি। একটি টুইটে তিনি লেখেন, ‘মুম্বাইয়ে (বিমানবন্দরে) অবতরণ করার বিষয়টিতে এখন আর মজা নেই। ফটোগ্রাফাররা আপনার ওপর ঝাঁপিয়ে পড়বে। এখন আর কেউ ছবি তোলার কথা জিজ্ঞেস করে না। তারা আসলে আপনাকে ভয় পাইয়ে দেবে।’এ অভিনেত্রী মনে করেন ফটোগ্রাফারদের রুখতে এখন দাঙ্গা বাহিনীর প্রয়োজন। এ প্রসঙ্গে তিনি লেখেন, ‘আগে ফটোগ্রাফাররা অনেক ভদ্র এবং চমৎকার ছিল। আমি তাদের সঙ্গে কথা বলতাম এবং বিভিন্ন জোকস করতাম। এখন এমন অবস্থা মনে হয় দাঙ্গা বাহিনী প্রয়োজন।’বিষয়টির পর ভক্তদের সঙ্গে লাইভ চ্যাট সেশন করেন প্রীতি জিনতা। সেখানে তার অনেক ভক্ত এ অভিযোগ করার জন্য তাকে তিরস্কার করেছেন। ভক্তরা মনে করেন তারকাদের প্রতি মানুষের কৌতূহল থাকাটাই স্বাভাবিক।এ প্রসঙ্গে প্রীতি তার প্রতিক্রিয়া জানিয়ে লিখেন, ‘আমি বিষয়টি নিয়ে অভিযোগ করছি কারণ আমি প্রায় পড়ে যাওয়ার উপক্রম হয়েছিলাম এবং হঠাৎ করে অন্ধকার থেকে মানুষ সামনে এসে যাওয়ায় আর একটু হলে আমার হার্ট অ্যাটাক হতো।’  অন্য একজন টুইটার ব্যবহারকারীর কথার পরিপ্রেক্ষিতে প্রীতি লেখেন, ‘আমি অনেক পরিশ্রম করেছি এবং খ্যাতি তার পরে এসেছে। তার মানে এই নয় যে আমাকে শাস্তি পেতে হবে।’এ অভিনেত্রী জানান, তিনি চান ফটোগ্রাফাররা একটু নম্র হোক। এ বিষয়ে তিনি লেখেন, ‘আমি জানি প্রাইভেসি চাওয়াটা বোকামি কিন্তু আদব-কায়দা এবং শিষ্টাচার? ছবি তুলতে চাওয়ার তো এক রকম শিষ্টাচার রয়েছে।’এর আগে অভিনেত্রী জয়া বচ্চন, রানী মুখার্জি, অক্ষয় কুমারের মতো তারকারা ফটোসাংবাদিকদের প্রতি তাদের অভিযোগ প্রকাশ করেছিলেন। গত আগস্টে মেয়ে আদিরার ছবি তোলার সময় ফটোসাংবাদিকদের ছবি তুলতে নিষেধ করেছিলেন রানী।তার আগে জুলাইয়ে সাংবাদিকদের ভীড়ের মধ্য থেকে বের হতে গিয়ে বিমানবন্দরে পড়ে গিয়েছিলেন ঐশ্বরিয়ার মা ব্রিন্দা রাই।