পানিসংকট মোকাবিলায় মেগা পরিকল্পনা

একাত্তরলাইভডেস্ক: নিরাপদ সুপেয় পানি পাওয়া মৌলিক ও মানবিক অধিকার। সবার জন্য নিরাপদ পানি নিশ্চিতে মেগা পরিকল্পনা হাতে নিয়েছে সরকার।বৃহস্পতিবার রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে ‘ড্রিংকিং ওয়াটার সেফটি : প্রায়োরিটি ফর এচিভিং এসডিজি’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায়মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন এ কথা বলেন।জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) যৌথভাবে এ দিনব্যাপী সেমিনারের আয়োজন করে।সেমিনারে খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘এ জনবহুল দেশে বিশুদ্ধ খাবার পানি নিশ্চিত করা বড় চ্যালেঞ্জ। সরকার সে চ্যালেঞ্জ মোকাবিলায় কাজ করছে। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন করতে হলে আমাদের নিরাপদ খাবার পানির নিশ্চয়তা দিতে হবে। বর্তমানে বাংলাদেশে নির্ভরযোগ্য পানির উৎস ৮৭ ভাগ, যা টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রায় গুরুত্বপূর্ণ অর্জন। নিরাপদ সুপেয় পানি নিশ্চিতকরণ ও স্যানিটেশনের ক্ষেত্রে বাংলাদেশে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে।’সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরে মন্ত্রী বলেন, ‘বর্তমানে ৮০ ভাগ পানি ভূগর্ভস্থ উৎস থেকে সরবরাহ করা হয়। এ কারণে আমাদের পানির স্তর নিচে চলে যাচ্ছে। এভাবে চলতে থাকলে পুরো দেশ একসময় মরুভূমি হয়ে যাবে। এসব বিবেচনায় আমরা সিদ্ধান্ত নিয়েছি, এখন থেকে ৮০ ভাগ পানি ভূউপরিস্থ উৎস থেকে সরবরাহ করা হবে। এজন্য মেগা পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে।’অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, উন্নয়ন সহযোগী সংস্থা ও এনজিও প্রতিনিধিরা অংশ নেন।