পাথরঘাটার ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

বরগুনা সংবাদদাতা :
ঘূর্ণিঝড় রোয়ানুর চাল বিতরনে অনিয়ম নিয়ে পত্রিকায় সংবাদ প্রকাশের পর বরগুনার পাথরঘাটা উপজেলার ৫নং কালমেঘা ইউপি চেয়ারম্যান আকন মো. শহিদ বুধবার সকালে ইউপি কার্যালয়ে এক সংবাদ সম্মেলন করেন। সম্মেলনে তিনি লিখিত বক্তব্যে উল্লেখ করেন, একটি স্বার্থান্নেশী মহল তাকে সামাজিক ভাবে হেয় প্রতিপন্ন করার জন্য উঠে পরে লেগেছে। প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড় রোয়ানুর চাল বিতরন নিয়ে মিথ্যা ধুর্মজাল সৃস্টি করছে। আমার ইউনিয়নে সরকারি নিয়মনীতি মেনে গত রোয়ানুর ভিজিএফ চাল বিতরন করা হয়েছে। চাল বিতরনে ১ থেকে ৯ নং ওয়ার্ডের সকল সদস্যরা ও সংরক্ষিত আসনের ৩ জন সদস্যা মিলে তালিকা তৈরী করে যথাসময়ে দুই ধাপে চাল বিতরন করা হয়েছে। এর মধ্যে প্রথম পর্যায়ে ১১৯ টি ও ২য় পর্যায় ৭১টি পরিবারের জন্য মোট ১৯০টি পরিবারের মাঝে ২০ কেজি করে চাল বিতরন করা হয়, ট্যাগ অফিসারের উপস্থিতিতে। কিন্ত আমার নির্বাচনী প্রতিদ্বন্দি গোলাম নাসির নির্বাচনে হেরে গিয়ে আমার বিরুদ্ধে একের পর এক ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তিনি অসৎ উদ্দেশ্য নিয়ে তারা পক্ষদ্বয় কিছু উপকারভোগীকে ভুল বুঝিয়ে আমার বিরুদ্ধে বিভিন্ন সময় মিথ্যা বক্তব্য দিয়ে ক্ষতি করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। সংবাদ সম্মেলনে তিনি আরো উল্লেখ করেন, একটি সংবাদ মাধ্যমের প্রকাশিত সংবাদে যাদের স্বাক্ষাৎকার উল্লেখ করা হয়েছে তারা আদৌ কারো কাছে অভিযোগ বা বক্তব্য দেয়নি। প্রকাশিত সংবাদে উল্লেখিত অভিযোগকারী সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে নাসিরের পিতা চাঁনমিয়া, রবিন্দ্রনাথ ও তার স্ত্রী হেলেন রানি, শাহিনের পিতা আনিছুর রহমান জানান, আমরা রোয়ানুর দুই পর্যায়ের চাল পেয়েছি। কেউ আমাদের বক্তব্য পত্রিকায় লিখে থাকলে তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। নির্বাচনি শত্রুতার কারনেই আমাদের নাম ব্যবহার করে চেয়ারম্যান আকন মো. শহিদের ভাবমূর্তি ক্ষুন্ন করেছে একটি মহল। সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে আরও বক্তব্য রাখেন, ১-৯ নং ওয়ার্ডের সকল সদস্য যথাক্রমে, গোলাম মোস্তফা, মিসেস তহমিনা বেগম, শাহিন আলম, নিজাম উদ্দিন তালুকদার, নজরুল ইসলাম, আবুল কালাম আজাদ, মো. নাসির উদ্দিন নাজির, গোলাম ছগির, মো. ছোলায়মান এবং সংরক্ষিত আসনের ৩জন সদস্যা, মিসেস মাহমুদা হাসী, নাজমা বেগম ও শামিমা আক্তার। বক্তারা বলেন, আমাদেরকে উদ্দেশ্য করে যারা পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করার জন্য সংবাদ কর্মীদের ভুল তথ্য দিয়েছেন এবং মিথ্যা সংবাদ প্রকাশ করিয়েছেন আমরা তাদের উদ্দেশ্যে বলতে চাই নির্বাচনে হেড়ে পাগল না হয়ে জনগনের পাশে থেকে তাদের সেবা করুন। ট্যাগ অফিসার যুবউন্নয়ন কর্মকর্তা কবির হোসেন বলেন, আমার উপস্থিতিতে ৫নং কালমেঘা ইউনিয়নে ঘূর্ণিঝড় রোয়ানুর দুই ধাপের চাল ক্ষতিগ্রস্থদের মাঝে বিতরন করা হয়েছে। এতে কোন রকম অনিয়ম করা হয়নি। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, বরগুনা জেলা প্রেসক্লাবের সভাপতি তালুকদার মো. মাসউদসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সংবাদ কর্মীরা।