পাটগ্রামে ট্রাকচাপায় প্রবাসীসহ নিহত ৩

একাত্তরলাইভডেস্ক: লালমনিরহাটের পাটগ্রামে ট্রাকচাপায় দুবাইপ্রবাসীসহ তিনজন নিহত হয়েছেন।সোমবার সকাল ৭টার দিকে পাটগ্রাম উপজেলার মির্জারকোট গ্রামে এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন পাটগ্রাম পৌরসভার মির্জারকোট গ্রামের আমানতুল্ল্যার ছেলে দেলোয়ার হোসেন (২৭), একই গ্রামের নজরুল ইসলামের ছেলে দুবাইপ্রবাসী আব্দুস সাত্তার (২৮) ও ফরিদুল ইসলামের ছেলে লাবিব হোসেন (১০)। লাবিব স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র।প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ওই তিনজন রাস্তার পাশ দিয়ে হাঁটছিলেন। এ সময় বুড়িমারী স্থলবন্দরগামী একটি ট্রাক তাদের চাপা দিলে ঘটনাস্থলেই দেলোয়ার হোসেন ও লাবিব নিহত হন। আশঙ্কাজনক অবস্থায় আব্দুস সাত্তারকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।পাটগ্রাম থানা অফিসার ইনচার্জ (ওসি) অবনী শংকর কর বলেন, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।