একাত্তরলাইভডেস্ক: ভারতের পশ্চিম বঙ্গের অন্যতম আবেদনময়ী অভিনেত্রী পাওলি দাম। ‘মনের মানুষ’ খ্যাত এ অভিনেত্রীর শরীরী আকর্ষণে অনেকেই মুগ্ধ।এই অভিনেত্রীকে ছুঁয়ে দেখতে চান বাংলাদেশের নাম্বার ওয়ান চিত্রনায়ক শাকিব খান। কক্সবাজার সমুদ্র সৈকতে ‘আমি তোকে ছুঁতে চাই’ শিরোনামের গানের শুটিং করছেন শাকিব-পাওলি। গানে গানে পাওলিকে এ কথা বলেন শাকিব।হাসিবুর রেজা কল্লোল পরিচালিত ‘সত্তা’ শিরোনামের সিনেমায় এ গানটি দেখা যাবে। গতকাল শনিবার থেকে এ গানের শুটিং শুরু হয়েছে। গানটির কোরিওগ্রাফি করেছেন মাসুম বাবুল। সংগীত পরিচালনা করেছেন বাপ্পা মজুমদার। এ প্রসঙ্গে হাসিবুর রেজা কল্লোল বলেন, ‘কক্সবাজারে এ সিনেমার দুটি গানের শুটিং করব। গতকাল থেকে গানের শুটিং শুরু করেছি। এছাড়া কিছু সিক্যুয়েন্স বাকি রয়েছে। সব ঠিক থাকলে এ লটেই পুরো সিনেমার শুটিং শেষ হবে।’শাকিব-পাওলি ছাড়াও এতে আরো অভিনয় করছেন নাসরিন, রিনা খান, ডন, কাবিলা, শিমুল খানসহ অনেকে। সোহানী হোসেনের ‘মা’ গল্প অবলম্বনে সিনেমাটি নির্মিত হচ্ছে। এ সিনেমায় মোট ৭টি গান থাকছে। এ চলচ্চিত্রের সংগীতায়োজন করেছেন বাপ্পা মজুমদার। ইতোমধ্যে সিনেমার গানের রেকর্ডিংয়ের কাজও শেষ হয়েছে। গানগুলোতে কণ্ঠ দিয়েছেন জেমস, পান্থ কানাই, মমতাজ, সামিনা চৌধুরী, বাপ্পা মজুমদার, কনা, মিলা, পূজা এবং সুমি শবনম।
পাওলিকে ছুঁতে চান শাকিব!

October 16, 2016