ক্রীড়া প্রতিবেদক : চট্টগ্রামে প্রথম টেস্টেই বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি ডিসমিসালের রেকর্ডে খালেদ মাসুদ পাইলটকে ছাড়িয়ে গেছেন মুশফিকুর রহিম।এবার বাংলাদেশের উইকেটকিপার হিসেবে সবচেয়ে বেশি টেস্ট খেলার রেকর্ডেও পাইলটকে ছাড়ালেন বর্তমান অধিনায়ক।বাংলাদেশের মাত্র তৃতীয় ক্রিকেটার হিসেবে শুক্রবার ঢাকায় ৫০তম টেস্ট ম্যাচ খেলছেন মুশফিক, প্রতিপক্ষ ইংল্যান্ড। ম্যাচটি উইকেটকিপার হিসেবে মুশফিকের ৪৫তম ম্যাচ। উইকেটকিপার হিসেবে পাইলট খেলেছেন ৪৪ টেস্ট।২০০৫ সালে লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে মাত্র ১৭ বছর বয়সেই টেস্ট অভিষেক মুশফিকের। তবে সেই টেস্ট খেলেছেন শুধু ব্যাটসম্যান হিসেবে। নিজের দ্বিতীয় টেস্টও শুধু ব্যাটসম্যান হিসেবেই খেলেছেন। ২০০৭ সালে কলম্বোর পি সারা ওভালে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথমবার খেলেন উইকেটকিপার হিসেবে।এরপর তিনটি ম্যাচেই কেবল উইকেটের পেছনে দাঁড়াননি মুশফিক। গত বছর ভারতের বিপক্ষে ফতুল্লা টেস্ট এবং দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চট্টগ্রাম ও ঢাকা টেস্টে শুধু ব্যাটসম্যান হিসেবে খেলেন তিনি। এই তিন ম্যাচে উইকেটের পেছনে দাঁড়িয়েছিলেন লিটন কুমার দাস।
পাইলটের আরেকটি রেকর্ড ভাঙলেন মুশফিক
October 28, 2016