ক্রীড়া প্রতিবেদক, চট্টগ্রাম থেকে : ডিসমিসালে খালেদ মাসুদ পাইলটকে ছাড়িয়ে গেছেন বাংলাদেশের টেস্ট দলপতি মুশফিকুর রহিম। ৮৮ ডিসমিসাল নিয়ে মুশফিক এখন বাংলাদেশি উইকেটকিপারদের মধ্যে সবার ওপরে।জাতীয় দলের প্রাক্তন অধিনায়ক খালেদ মাসুদ পাইলট ৮৭ ডিসমিসাল নিয়ে দীর্ঘদিন শীর্ষে ছিলেন। ২০০০ থেকে ২০০৭ সাল পর্যন্ত উইকেটের পেছনে ৪৪ টেস্টে ৭৮ ক্যাচ ও ৯টি স্টাম্পিং করেন পাইলট। এক ইনিংসে সর্বোচ্চ ৪টি ডিসমিসাল করেন তিনি।৪৯ টেস্ট খেলা মুশফিক চট্টগ্রাম টেস্টে স্টুয়ার্ট ব্রডের ক্যাচ ধরে পাইলটকে ছাড়িয়ে গেছেন। ৮৮ ডিসমিসালে ৭৭টি ক্যাচ ও ১১টি স্টাম্পিং করেছেন টেস্ট দলপতি।বৃহস্পতিবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে মঈন আলীর ক্যাচ নিয়ে খালেদ মাসুদকে স্পর্শ করেন মুশফিক। এরপর শুক্রবার মিরাজের বলে নেন ব্রডের ক্যাচ। এক ইনিংসে সর্বোচ্চ ৫টি ডিসমিসালের রেকর্ড আছে মুশফিকের।খালেদ মাসুদ ও মুশফিকুর রহিমের পর টেস্টে উইকেটের পেছনে বেশি ম্যাচ দাঁড়ানোর সুযোগ হয়নি কোনো বিশেষজ্ঞ উইকেটরক্ষকের। মোহাম্মদ সেলিম ২ ম্যাচে ৪টি ডিসমিসালের মালিক। লিটন দাসের ঝুলিতে ৩ ম্যাচে ৩টি ডিসমিসাল।
পাইলটকে ছাড়িয়ে মুশফিকের রেকর্ড

October 21, 2016