নিজস্ব প্রতিবেদন:বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচন সুষ্ঠু হয়েছে, তবে পর্দার আড়ালে কী হয়েছে তাই এখন দেখার বিষয়।
আজ বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) বিকেলে নাসিক নির্বাচনে ভোটগ্রহণ শেষে সোয়া চারটায় নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে -রিজভী আহমেদ এ কথা বলেন।
রিজভী আহমেদ বলেন, ‘সারা দিনে দু-চারটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া ভোট সুষ্ঠু হওয়ার যে পরিবেশ দেখছি আমরা দেখেছি। এর আগেও বলেছি যে এর অন্তঃসলিল প্রবাহে কী আছে সেটা আমরা এখনো জানি না। ভোট গণনা হবে, ভোট গণনার পর ফলাফল ঘোষণার ব্যাপার আছে। এর মধ্যে কী হবে? ‘আমাদের আশঙ্কা আছে, পর্দার অন্তরালে অনেক কিছু ঘটতে পারে এবং ঘটানো যায়। যেটি অন্ধকারে, ভোররাতে ব্যালট বাক্স ভরানো হয়েছে।’বিভিন্ন সময়ে এই সরকার দৃষ্টান্ত স্থাপন করেছে
আজ সকাল ৮টায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়। বিরতিহীনভাবে ভোট চলে বিকেল ৪টা পর্যন্ত। এখন ভোট গণনা চলছে। এক মেয়র পদসহ ২৭টি সাধারণ ও নয়টি সংরক্ষিত ওয়ার্ডে কাউন্সিলর পদে ভোট অনুষ্ঠিত হয়েছে।
মেয়র পদে সাতজন, সংরক্ষিত কাউন্সিলর পদে ৩৮ জন ও সাধারণ সদস্যপদে ১৫৬ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন।
নাসিকে ২৭টি ওয়ার্ডে ১৭৪টি কেন্দ্র ও এক হাজার ৩০৪টি বুথ ছিল। মোট ভোটার চার লাখ ৭৯ হাজার ৩৯২ জন। এর মধ্যে পুরুষ ভোটার দুই লাখ ৪১ হাজার ৫১৪ এবং নারী ভোটার দুই লাখ ৩৭ হাজার ৮৭৮ জন।