পর্তুগালে বৃহওর ফরিদপুরবাসীর আয়োজনে বর্ষবরন উৎসব ও নৈশভোজ

জাকির হোসেন সুমন,  ইতালী :

একটু নতুনত্ব বা ভিন্নতার আশায়, বিশেষ দিন গুলোতে প্রকৃতির কিছুই থেমে থাকেনা। অসহায় এই মন শুধুই নতুনের মাঝে আশা খোঁজে তাই নতুনকে নিয়ে এতো আয়োজন, এত ভাবনা। তাইতো দেশে কিংবা প্রবাসে আমরাও এই সীমানা এখনও অতিক্রম করতে পারিনাই। শুভেচ্ছা জানাই একে অন্যকে। নতুন বছরে কি হবে জানিনা তবে দেশে এবং প্রবাসে সবার ভালো কিছু হোক, সকল প্রবাসীর এই শুভকামনাই করি। অতীতের সব কষ্ট ব্যাথা ভুলে গিয়ে, চলুন হাতে হাত রেখে নতুনের কথা বলি। তাইতো নতুন বছরকে আরো সুন্দর করে রাখতে বৃহওর ফরিদপুর এ্যাসোসিয়েশন,পর্তুগালের আয়োজনে বরন করা হলো ইংরেজি নববর্ষ ২০১৭ ।
received_893717224104132পর্তুগালের রাজধানী লিসবনের ”রাধুনী রেস্টুরেন্ট” ১লা জানুয়ারী সন্ধ্যা ৮:৩০ মি: বৃহওর ফরিদপুর এ্যাসোসিয়েশন,পর্তুগালের আয়োজনে এক আনন্দ উৎসবের আয়োজন করা হয়। সাধারন সম্পাদক এনামুল হক মিথুনের সঞ্চালনায় এতে সভাপতিত্বে করেন সংগঠনের সহ সভাপতি একে রাকিব। শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা জহিরুল আলম জসিম। অতিথী বক্তা হিসাবে বক্তব্য রাখেন কমিউনিটি ব্যক্তিত্ব রানা তসলিম উদ্দিন। এতে উপস্থিত ছিলেন বৃহওর ফরিদপুর এ্যাসোসিয়েশন সহ সভাপতি মামুন অর রশীদ, সরদার রায়হান, সহ সাধারন সম্পাদক পনির আজমল, অর্থ সম্পাদক রেজাউল বাসেত, সাংস্কৃতিক সম্পাদক সাইদুজজামান বাদল, শ্রম বিষয়ক সম্পাদক জামাল ফকির, প্রযুক্তি বিষয়ক সম্পাদক নাজমুল হাসান, কার্যকরী সদস্য আবদুর রাজ্জাক, মিজানুর রহমান মোল্লা, ফাইজ আহম্মেদ সহ পর্তুগাল বসবাসরত বাংলাদেশী কমিউনিটির লেহাজ উদ্দিন, মিয়া ফরহাদ, জাহাংগীর আলম, আবুল কালাম আজাদ, শওকত ওসমান, কাজী এমদাদ হোসেন, দেলোয়ার হোসেন, মহিন উদ্দিন, ইউসুফ তালুকদার, শফিকুল ইসলাম, পারভেজ খান, খসরু মিয়া, বিল্লাল রেজা, আব্দুল করিম মানিক, লিটন কাদেরী, আমিন ভূঁইয়া, নজরুল ইসলাম সহ বিভিন্ন জেলার কমিউনিটি নেতৃবৃন্দ ও বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ