পরিবার বাঁচাতে কুমারিত্ব নিলাম

সাতসতেরো ডেস্ক : পৃথিবীতে নিলামের প্রচলন নতুন নয়। তবে নিজের কুমারিত্ব নিলাম নতুন খবর বৈকি! এমন খবরে কৌতূহলও জাগে বটে।সেই কাজটিই করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের সিয়াটেলের বাসিন্দা ক্যাথরিন স্টোন। ২০ বছর বয়সি এ নারী তার পরিবারকে বাঁচাতে কাজটি করেছেন বলে জানিয়েছেন।২০১৪ সালের কথা। ইলেকট্রিক শকসার্কিটে ক্যাথরিনদের বাড়িতে আগুন লাগে। বাড়িটি ভস্মীভূত হয়। বীমা করা না থাকায় কোনো ক্ষতিপূরণও পান না তারা। পরে ক্যাথরিন এক আত্মীয়ের বাড়িতে বসবাস শুরু করেন। কিন্তু তার বাবা-মা সেই পোড়া বাড়িতেই থাকতেন।এরপর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি বিজ্ঞাপনের মাধ্যমে ক্যাথরিন স্টোন জানতে পারেন নাভাদায় পতিতাবৃত্তির মাধ্যমে বৈধভাবে অর্থ উপার্জন করা যায়। তখন সেখানকার সাতটি ব্রোথেলের মালিকের একজন জ্যানিয়েল হফের সঙ্গে যোগাযোগ করেন তিনি এবং একটি চুক্তি করেন। আর তা হলো, তিনি তার কুমারিত্ব বিক্রি করবেন যার অর্ধেক লাভ পাবে ব্রোথেলের মালিক।তার মূল লক্ষ্য এই টাকা দিয়ে পরিবারকে দুশ্চিন্তামুক্ত করা।স্টোন জানান, গত ২৪ অক্টোবর পর্যন্ত নিলামে সর্বোচ্চ বিড ছিল ৪ লাখ মার্কিন ডলার।