পরিচয় জানাতে হামলাকারীর ছবি প্রকাশ

একাত্তরলাইভডেস্ক: হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপত্তাকর্মীদের ওপর ছুরি দিয়ে হামলাকারী যুবক শিহাবের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করে তার বিস্তারিত পরিচয় জানতে চেয়েছে র‌্যাব।  সোমবার সন্ধ্যায় র‌্যাবের অফিসিয়াল ফেসবুক পেজে এই ছবি আপলোড করা হয়। আপলোডকৃত ছবির ক্যাপশনে বলা হয়েছে, ‘র‌্যাবকে অপরাধের তথ্য দিয়ে জঙ্গিবাদ, মাদক ও সন্ত্রাস নির্মূলে ভূমিকা রাখুন। দেশ সেবার সুযোগ দিন। সন্দেহজনক এই ব্যক্তির পরিচয় জানা থাকলে র‌্যাবকে জানান।’র‌্যাবের মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান বলেন, শিহাব নামের এই ব্যক্তিকে যদি কেউ চিনে থাকেন তাহলে র‌্যাবকে অবহিত করুন। এ জন্য র‌্যাবের মোবাইল অ্যাপ ‘রিপোর্ট টু র‌্যাব’ ব্যবহার করে জানানো যাবে। এ ছাড়া র‌্যাবের বিভিন্ন ইউনিটের কোম্পানি কমান্ডারের কাছে জানাতে পারবেন। দেশ সেবার এই সুযোগ সবাইকে নেওয়ার আহ্বান জানান তিনি।রোববার সন্ধ্যা ৭টার কিছু পরে বিমানবন্দরের ২ নম্বর বহির্গমন টার্মিনালের ড্রাইভওয়ের উত্তরপ্রান্তের ৬ নম্বর গেটের সামনে শিহাবকে ছুরি হাতে দেখতে পান এপিবিএনের সদস্যরা। তাকে ধরতে গেলে তিনি দৌড়ে ৪ নম্বর গেটের দিকে যান।  ৪ নম্বর গেটের সামনে এক আনসার সদস্য ধরার চেষ্টা করলে তাকে ছুরিকাঘাত করে ৩ নম্বর গেটের দিকে এগিয়ে যান শিহাব। সেখানেও এক আনসার সদস্য আটকাতে গেলে তাকেও ছুরিকাঘাত করে গুরুতর আহত করেন শিহাব।আহতদের মধ্যে সোহাগ আলী (২৪) নামের আনসার সদস্য রাতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।