পরিচালনায় হৃতিক?

বিনোদন ডেস্ক : অভিনয় গুণে দর্শক হৃদয়ে জায়গা করে নিয়েছেন হৃতিক রোশান। এবার কী তাহলে পারিচালক হিসেবে নাম লেখাতে চলেছেন তিনি?এ অভিনেতার পরবর্তী সিনেমা কাবিল। ‍শুটিং সেটে প্রায়ই ক্যামেরার পেছনে দেখা গেছে তাকে। এতে স্পষ্টই বোঝা যাচ্ছে ক্যামেরার সামনের মতো পেছনেও ভূমিকা রাখার ইচ্ছে রয়েছে তার।এ প্রসঙ্গে হৃতিকের বাবা রাকেশ রোশান বলেন, ‘হৃতিক অবশ্যই কোনো একটি সিনেমা পরিচালনা করবে, তবে বলতে পারছি না কবে। কাহো না পেয়ার হ্যায় সিনেমায় নায়ক হিসেবে অভিষেক হওয়ার আগে সে আমার কয়েকটি সিনেমায় সহ-পরিচালক হিসেবে কাজ করেছে। সুতরাং বলাই যায় সে অনেকদিন থেকেই পরিচালনার ট্রেনিং নিচ্ছে।’হৃতিক বর্তমানে ব্যস্ত কাবিল সিনেমার শুটিং নিয়ে। সিনেমাটি প্রযোজনা করেছেন রাকেশ রোশান এবং পরিচালনা করেছেন সঞ্জয় গুপ্তা। আগামী ২৬ জানুয়ারি মুক্তি পাবে সিনেমাটি। একই দিনে মুক্তির কথা রয়েছে শাহরুখ খান অভিনীত রইস সিনেমাটি।