বিনোদন প্রতিবেদক
বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির দ্বি-বার্ষিক নির্বাচনে নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন চলচ্চিত্র নির্মাতা মুশফিকুর রহমান গুলজার (১৩২ ভোট) এবং মহাসচিব হয়েছেন বদিউল আলম খোকন (১৮৮ ভোট)।
নব-নির্বাচিত সভাপতি এবং মহাসচিব দু’জনই একই প্যানেলে ছিলেন। সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন মমতাজুর রহমান আকবর। এছাড়া যুগ্ম-মহাসচিব নির্বাচিত হয়েছেন চলচ্চিত্র নির্মাতা শাহীন সুমন, সাংগঠানিক সম্পাদক বজলুর রাশেদ চৌধুরী, আন্তর্জাতিক বিষয়ক ও সাংস্কৃতিক সম্পাদক শাহীন কবির টুটুল, অর্থসম্পাদক আহমেদ ইলিয়াস ভুঁইয়া, প্রচার-প্রকাশনা ও দফতর সম্পাদক মো. সালাউদ্দিন।
পরিচালক সমিতির ২০১৭-১৮ সালের দ্বি-বার্ষিক এ নির্বাচনে মোট ৩টি প্যানেল থেকে ৫১ জন এবং ৪ জন স্বতন্ত্রসহ মোট ৫৫ প্রার্থী অংশ নেয়। মোট ভোটার সংখ্যা ছিল ৩৬৮ জন। এর মধ্যে ভোট প্রদান করেন ৩২৫ নির্মাতা। এ তিন প্যানেল থেকে মোট ৯ নির্মাতা কার্য নির্বাহী সদস্য হিসেবে জয় লাভ করেছেন।
শুক্রবার (৩০ ডিসেম্বর) সকাল ৯টা থেকে উৎসবমূখর পরিবেশে ভোটগ্রহণ শুরু হয়। বিকেল ৫টায় ভোট গ্রহণ শেষ হয়।