পপুলার হাসপাতালের টয়লেটে এক নারী রোগীর গোপনে ভিডিও ধারণ, আটক ১

একাত্তরলাইভডেস্ক:রাজধানী ধানমন্ডির পপুলার হাসপাতালের টয়লেটে এক নারী রোগীর গোপনে ভিডিও ধারণ করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে হাসপাতালের এক স্টাফকে আটক করেছে পুলিশ।শনিবার (২৯ অক্টোবর) সকালে এ ঘটনা ঘটে।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ওই নারী রোগী সকালে টয়লেটে যান। এমন সময় একটি লোক সেখানে গোপনে ভিডিও ধারণের চেষ্টা করে। বিষয়টি টের পেয়ে তিনি চিৎকার শুরু করেন। তার চিৎকার শুনে অন্যরা এগিয়ে এসে লোকটিকে ধরে ফেলে। পরে থানায় খবর দেওয়া হলে পুলিশ এসে তাকে আটক করে নিয়ে যায়। তবে আটক লোকটির নাম পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি।ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ  জানান, অভিযুক্তকে থানায় নিয়ে আসা হয়েছে। ভিকটিমও থানায় এসেছেন। এখন ভিকটিম থানায় লিখিত অভিযোগ করলেই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।