পদ্মা নদীতে ইলিশ মাছ ধরার অপরাধে ১৫ জেলেকে কারাদন্ড

শরিয়তপুর প্রতিনিধি:  বৃহস্পতিবার রাতে নড়িয়া উপজেলা মৎস্য বিভাগ , সুরেশ^র নৌ পুলিশ ফারির পুলিশ নির্বাহী মেজিষ্ট্রেট সাব্বির আহমেদ এর নেতৃত্বে নড়িয়া উপজেলার ওয়াপদা এলাকায় অভিযান চালায়। এসময় ২টি নৌকা , প্রায় ১মণ মা ইলিশ ও ৬০ হাজার মিটার কারেন্ট জাল জব্দসহ মাছ ধরার অপরাধে ৯ জেলেকে গ্রেফতার করা হয়। পরে ৯ জনের মধ্যে ৮ জনকে ১৫ দিন করে এবং ১ জনকে ২০ দিনের কারাদন্ড দেয়া হয়। এছাড়াও জাজিরা উপজেলায় মৎস্য কর্মকতা প্রবিত্র কুমার দাস ও ভারপার্প্ত উপজেলা নির্বাহী কর্মকতা মুকুল কুমার মৈত্র পালের চর এলাকায় অভিযান চালিয়ে ২ জেলেকে আটক করে এবং ভেদরগঞ্জ উপজেলা নিবাহী অভিসার হাজ্বি মোঃ সোহেল আহম্মেদ ৪ জনকে আটকরে ২০ দিনের কারাদন্ড দেন। আর জব্দকৃত ইলিশ মাছ স্থানীয় কয়েকটি এতিম খানায় বিতরণ করা হয়। এবং জাল আগুন দিয়ে পুড়িয়ে নষ্ট করা হয়।