কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজার টুরিষ্ট পুলিশের উদ্যেগে শীতে কষ্ট পাওয়া ছিন্নমূল পথশিশুদের মাঝে কম্বল বিতরণ করা হয়। এসব কম্বল পেয়ে খুশি হয়েছে কষ্টের মধ্যে রাত্রি যাপন করা ছিন্নমূল পথশিশু’রা। আর টুরিষ্ট পুলিশের এই মহতী কাজকে সাদুবাদ জানিয়েছেন সচেতন মহল।
কক্সবাজার শহরের একদল সংবাদকর্মী দ্বারা পরিচালিত ‘বন্ধুশিশু’ সংগঠনের সহযোগিতায় কক্সবাজার টুরিষ্ট পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার রায়হান কাজেমীর উদ্যেগে শুক্রবার বিকালে শহরের শহীদ মিনার ৭০ জন বন্ধুশিশুদের মাঝে কম্বল বিতরণ করা হয়। এসব কম্বল বিতরণনে টুরিষ্ট পুলিশের সাথে ২০ টি কম্বল দিয়ে অংশগ্রহণ করেছে বিএসআরএম’এর কক্সবাজার ইনর্চাজ প্রদীপ পাল রানা।
এই কম্বল বিতরণ অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু তাহের। যার হাত ধরে বন্ধুশিশুদের কম্বল বিতরণ শুরু হয়।
বন্ধুশিশুদের কম্বল দেওয়ার সময় প্রধান অতিথি কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু তাহের, কক্সবাজার টুরিষ্ট পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার রায়হান কাজেমী ও বিএসআরএম’এর কক্সবাজার ইনর্চাজ প্রদীপ পাল রানা ছাড়াও উপস্থিত ছিলেন, বন্ধুশিশুদের সহযোগিতায় কাজ করা সংবাদকর্মী তৌফিকুল ইসলাম লিপু, ওমর ফারুক হিরু, রাশেদ রিপন, আরফাতুল মজিদ, সাইফুল আলম বাদশা, মারুফ ইবনে হোসাইন, আদনান শরিফ, আরোজ ফারুক ও নজরুল ইসলাম। এছাড়া উপস্থিত ছিলেন, মুন্নী, সুমন, সাইফুল ও কল্লোল ও ছিদ্দীক।
উল্লোখ্য, শহরের একদল সংবাদকর্মীদ্বারা পরিচালিত ‘বন্ধুশিশু’ সংগঠনটি গত ৪ বছর যাবত ছিন্নমূল বন্ধুশিশুদের লেখাপড়া, চিকিৎসা, শীতে গরম কাপড় বিতরন, স্বাধীনতাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দিবস পালন, আনন্দের জন্য পিকনিকসহ তাদের বিভিন্ন সুবিধা-অসুবিধা নিয়ে কাজ করে যাচ্ছে। আর তাদেরই সহযোগিতায় ৭০ জন বন্ধুশিশুদের মাঝে কম্বল বিতরণ করেন টুরিষ্ট পুলিশ।