পটুয়াখালীতে ২ জেলেকে উভয় দন্ড

পটুয়াখালী প্রতিনিধি,
মা ইলিশ রক্ষায় পটুয়াখালীর মির্জগঞ্জ উপজেলার প্রশাসন ও মৎস্য বিভাগের সদস্যরা রামপুর সংলগ্ন পায়রা নদীতে অভিযান চালিয়ে প্রজনন মৌসুমে মাছ ধরার অপরাধে ২ জেলেকে আটক করেছে। এ সময় তাদের কাছ থেকে মাছধরা অবৈধ ১১০ মিটার কারেন্ট জাল একটি ট্রলার জব্দ করা হয়। আজ সোমবার সকাল ৯ টার দিকে আটককৃতদের ভ্রাম্যমান আদালতে হাজির করা হয়। এ সময় উভয় জেলেকে ১ বছরের সশ্রম কারাদন্ড ও প্রত্যেককে ৫ হাজার টাকা করে জরিমানা করেছে ।অভিযান পরিচালনা ও ভ্রাম্যমান আদালতের বিচারক ছিলেন মির্জাগঞ্জ ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মাসউদ পারভেজ মজুমদার। উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. নুরুল ইসলাম।উপজেলা মৎস্য কর্মকর্তা মো. নুরুল ইসলাম জানান উভয় দন্ডে দন্ডিতরা হলেন, মো. দুলাল হাওলাদার (৩৫) ও আবুল কালাম হাওলাদার (৩০)। তাদের বাড়ী বরিশালের বাকেরগঞ্জ উপজেলার কৃষœকাঠী এলাকায়। পরে ভ্রাম্যমান আদালতের নির্দেশে কারেন্ট জাল পুড়িয়ে ফেলা হয়।জেলা মৎস্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ড. মোঃ ইকবাল হোসেন জানান, নিষেধাজ্ঞা চলাকালীন সময় পায়রা নদীতে ইলিশ ধরার অপরাধে ২ জন জেলেকে ১ বছর করে সশ্রম কারাদন্ড ও প্রত্যেককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে ।