একাত্তরলাইভ ডেস্ক: বিনা অনুমতিতে রাস্তায় সভা/সমাবেশ নিষিদ্ধ বলে বিএনপিকে জানিয়ে দিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)। এরফলে বিএনপি তাদের দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করতে পারবে না।
বিএনপি নেতা রুহুল কবির রিজভী নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করবেন মর্মে ডিএসসিসি মেয়রকে অবহিতকরণ পত্র দেন।
এর প্রেক্ষিতে সোমবার রাত ৮.১০ মিনিটের দিকে বিনা অনুমতিতে রাস্তায় সভা/সমাবেশ করতে পারবে না জানিয়ে দক্ষিণ সিটি কর্পোরেশন বিএনপিকে একটি পত্র পাঠিয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন কর্পোরেশনের প্রধান সম্পত্তি কর্মকর্তা খালিদ আহমেদ।