নেতারা রাজপথে থাকেনি: খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দলের নেতাদের প্রতি অসন্তোষ প্রকাশ করে বলেছেন, বিগত আন্দোলনগুলোতে নেতারা রাজপথে থাকার কথা ছিল, কিন্তু তারা রাজপথে থাকেনি। আন্দোলন সংগ্রামে নেতাদের রাজপথে থাকতে হবে।

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রোববার সন্ধ্যায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ছাত্র সমাবেশে তিনি এ কথা বলেন।

খালেদা জিয়া বলেন, নিজেদের ক্ষমতা চিরস্থায়ী করতে একের পর এক আইন প্রণয়ন করছে সরকার। এই সরকার স্বৈরাচারী সরকার। তারা দেশ ও তরুণ প্রজন্মকে ধ্বংস করে দিচ্ছে।

তিনি বলেন, বিএনপি আবার ক্ষমতায় আসবে। এই সরকারের বিরুদ্ধে আন্দোলন হবে সময়মতো।