নুসরাতের চিকিৎসায় মেডিকেল বোর্ড গঠন

অনলাইন ডেস্ক : আগুনে দগ্ধ নুসরাত জাহানের চিকিৎসায় নয় সদস্যের মেডিকেল বোর্ড গঠন করেছে ঢাকা মেডিকেল কলেজের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিট। রোববার সকাল ১০টায় এই বোর্ড গঠন করা হয়।

বোর্ডে রয়েছেন বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন, অধ্যাপক আবুল কালাম, অধ্যাপক রাইহানা আউয়াল, অধ্যাপক লুৎফর কাদের, অধ্যাপক মহিউদ্দিন, অধ্যাপক বিধান সরকার, অধ্যাপক নওয়াজেশ খান, চিকিৎসক জাহাঙ্গীর আলম ও জহিরুল ইসলাম।

ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিট থেকে জানা যায়, নুসরাত জাহানের শরীরের ৭৫ শতাংশ পুড়ে গেছে। তার অবস্থা আশঙ্কাজনক। তাকে আজ থেকে নল দিয়ে খাবার দেওয়া হচ্ছে। সোনাগাজী থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনার পরপরই তার একটি অস্ত্রোপচার হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

ফেনীর সোনাগাজীতে মাদরাসা অধ্যক্ষের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ করায় নুসরাতকে পুড়িয়ে হত্যার চেষ্টা করা হয়। শনিবার সকাল সাড়ে ৯টার দিকে সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদরাসা কেন্দ্রে এ ঘটনা ঘটে।