অনলাইন ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি পদে পরাজয় মানতে না পেরে বিক্ষোভ করেন ছাত্রলীগের নেতাকর্মীরা। নির্বাচনে কারচুপির অভিযোগ এনে ফের পুনঃভোটের দাবি জানান তারা। তবে ছাত্রলীগ সভাপতি রেজওয়ানুল হক শোভন জানান, বিশ্ববিদ্যালয়ের পরিবেশ সুষ্ঠু রাখার জন্য নুরসহ সবাইকে একসঙ্গে নিয়ে কাজ করতে চান।
মঙ্গলবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির বাসভবনের সামনে বিক্ষোভরত নেতাকর্মীদের সঙ্গে দেখা করতে এসে ডাকসু নির্বাচনে পরাজিত এই ভিপি প্রার্থী এসব কথা বলেন।
নেতাকর্মীদের উদ্দেশে ছাত্রলীগ সভাপতি বলেন, ‘তোমরা প্রথমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, এরপর ছাত্রলীগের সদস্য। বিশ্ববিদ্যালয়ের পরিবেশ ঠিক রাখা তোমাদের দায়িত্ব। সবার প্রতি সম্মান রেখে তোমরা এই স্থান থেকে চলে যাও। ভিসি হচ্ছেন আমাদের অভিভাবক। তার বাসার সামনে অবস্থান নিয়ে তাকে অবরুদ্ধ করার কোনো মানে হয় না। তোমরা এই জায়গা ছেড়ে দাও।’
তিনি আরও বলেন, ‘সবাই তো আমাদের। কে আপন, কে পর? সবাই তো আপন। তুমি যদি মানুষকে পর করে দাও তাহলে তো হবে না। তোমাকে মনে রাখতে হবে তুমি বাংলাদেশ ছাত্রলীগের কর্মী। ছাত্রলীগ কর্মীদের মন অনেক বড় হতে হয়। আল্লাহর ওয়াস্তে তোমরা ভিসির বাসার সামনে থেকে সরে যাও। আমি ব্যক্তি না, আমি ছাত্রলীগের সভাপতি। আমার জায়গা এভাবে নষ্ট করো না, এটা আমার অনুরোধ।’
একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে শোভন বলেন, ‘আমরা সবাই একসাথে কাজ করবো। নবনির্বাচিত ভিপি নুরুল হক নুরও আমাদের সাথে কাজ করবে। সবাইকে নিয়ে আমরা কাজ করতে চাই।’
শোভন কথা বলার সময় নেতাকর্মীদের অনেকে উচ্চস্বরে কাঁদছিলেন।
এদিকে, ছাত্রলীগ সভাপতি শোভনের নির্দেশে পরে নেতাকর্মীরা অবস্থান কর্মসূচি প্রত্যাহার করেন। বিকেল ৩টা ৪৫ মিনিট থেকে এই এলাকায় যান চলাচল শুরু হয়।