মোয়াজ্জেম হোসেন মজনু-বাগেরহাট: বাগেরহাটের ব্যবসায়ী,ঠিকাদার সর্বপরি সমাজের একজন সচেতন নাগরিক হিসাবে নিয়মিত কর পরিশোধ করে দেশ গড়ার কাজে অংশ নেওয়ার জন্য সকল মহলের প্রতি উদাত্ত আহব্বান জানিয়েছেন মৎস্য ও প্রানী সম্পদ মন্ত্রানালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্জ এ্যাড: মীর শওকাত আলী বাদশা এম,পি। বুধবার সকালে অফিসার্স ক্লাবে সবাই মিলে দেব কর,দেশকে করবো স্বনির্ভর এই প্রতিবাদ্যকে সামনে রেথে ,বাগেরহাটে চার দিন ব্যাপী আয়কর মেলার উদ্বোধনী সভায় তিনি একথা বলেন। খুলনা অ লের যুগ্ন কর কমিশনার গনেশ চন্দ্র মন্ডলের সভাপতিত্বে উক্ত সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তৃতা করেন জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাস,পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়। অন্যন্যেদের মধ্যে বক্তৃতা করেন, ,চেম্বার অব কমার্সের সভাপতি শাহাজাহান মিনা,আয়কর আইনজীবী সমিতির সাধারন সম্পাদক এ্যাড মো: সলিমুল্লাহ এলিস,রুপন চন্দ্র দাস প্রমুখ। সভার শুরুতে আয়কর রিটার্ন দাখিলের সুবিধা,ব্যাকের আয়কর বুথ এর সুবিধা,রিটার্ন দাখিলের সুযোগ,মহিলা ও প্রতিবন্ধী করদাতাদের পরামর্শ দেওয়া হয়। সভায় বক্তারা ব্যবসায়ী,ঠিকাদার সর্বপরি সমাজের সকল স্তরের নাগরিককে সরকারকে কর প্রদানের জন্য সচেতন করার লক্ষে উপস্থিত প্রতিষ্ঠানসহ সাধারন জনগনের মাঝে এই আহব্বান পৌচ্ছে দেওয়ার অনুরোধ জানানো হয়। সভাশেষে প্রধান অতিথি এ্যাড: মীর শওকাত আলী বাদশাসহ অতিথিবৃন্দ পায়রা ও বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন ঘোষনা করেন।
নিয়মিত কর পরিশোধ করে দেশ গড়ার কাজে অংশ নিন: এম,পি বাদশা
November 2, 2016