নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস জলাশয়ে

নারায়ণগঞ্জ প্রতিনিধি:   নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রবল বর্ষনে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস জলাশয়ে ডুবে যায়। সোমবার (১২ জুন) দুপুরে মহাসড়কের সানারপাড় এলাকার পিডিকে পাম্পের পূর্বপাশে এ ঘটনাটি ঘটে। এ ঘটনায় অন্তত আহত হয়েছে ১০ জন যাত্রী। খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ, ট্রাফিক পুলিশ ও ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান চালায়।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) নাসির উদ্দিন জানায়, দুপুরে রাজধানীর গুলিস্তান থেকে তারাব পরিবহনের একটি যাত্রীবাহী বাস ২০/২৫ জন যাত্রী নিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক দিয়ে চিটাগাং রোড যাচ্ছিল। প্রবল বৃষ্টিতে মহাসড়কের সানারপাড় পিডিকে পাম্প এলাকায় একটি রিক্সাকে বাঁচাতে গিয়ে বাসটি হার্ড ব্রেক করলে নিয়ন্ত্রণ হারিয়ে কয়েকটি পল্টি খেয়ে যাত্রীসহ জলাশয়ে পরে যায়। বাসটি পানিতে তলিয়ে যাওয়ার পূর্বেই বাসে থাকা যাত্রীরা নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হয়। এসময় অন্তত ১০ জন যাত্রী আহত হয়। তবে কোন যাত্রীর প্রান হানীর ঘটনা ঘটেনি। কিন্তু কোন যাত্রী বাসের মধ্যে অথবা পানিতে ডুবে আছে কিনা তাদেরকে উদ্ধার করতে ডেমরা ফায়ার সার্ভিসকে খবর দিলে ৬জন ডুবুরির একটি দল প্রায় এক ঘন্টা অভিযান চালিয়েও বাসের ভিতরে এবং বাহিরে কাউকে খুজে পাওয়া যায়নি। পরে ২টার দিকে ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান সমাপ্ত করে। শিমরাইল ট্রাফিক বক্সের রেকার দিয়ে অনেক চেষ্টা করেও বাসটি জলাশয় থেকে উদ্ধার করা সম্ভব হয়নি।

ডেমরা ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার শহিদুল ইসলাম জানায়, সানারপাড়ে একটি বাস জলাশয়ে ডুবে গেছে খবর পেয়ে ৬ জনের একটি ডুবুরি দল নিয়ে এসে প্রায় ১ ঘন্টা অভিযান চালিয়ে জলাশয় থেকে কাউকে খুজে পাওয়া যায়নি।