সুনামগঞ্জ প্রতিনিধি : গাজীপুরে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে নিহত ‘জঙ্গি’ সাইফুর রহমান ওরফে বাবলুর বাবা মতিউর রহমনাকে আটক করেছে পুলিশ।বুধবার (১২ অক্টোবর) বিকেল ৪টার দিকে ছাতক থানা পুলিশ সুনামগঞ্জের ছাতক উপজেলার খুরমা দক্ষিণ ইউনিয়নের মনিরজ্ঞাতি গ্রামে নিজ বাড়ি থেকে তাকে আটক করে।সুনামগঞ্জের পুলিশ সুপার হারুন অর রশিদ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ছেলে নিখোঁজ হলেও কেন তিনি নিখোঁজের বিষয়টি পুলিশকে জানাননি এ বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য মতিউর রহমানকে আটক করা হয়েছে।প্রসঙ্গত, গত ৮ অক্টোবর গাজীপুরে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে ৯ জঙ্গি নিহত হয়। সেখানে সুনামগঞ্জের সাইফুর রহমান ওরফে বাবুলও নিহত হয়। পরে ফেসবুকে ছবি দেখে সাইফুরের বাবা-মাসহ স্বজনরা তাকে শনাক্ত করেন। জানা যায়, সাইফুর রহমান ২ থেকে ৩ মাস আগে নিখোঁজ হয়।
নিহত ‘জঙ্গি’ সাইফুরের বাবা আটক

October 12, 2016