নিজস্ব প্রতিবেদক
রাজধানীতে বহুতল নির্মাণাধীন ভবনে কাজ করার সময় ১০তলা থেকে পড়ে গিয়ে তিন শ্রমিকের মৃত্যু হয়েছে। রমনা থানাধীন বেইলি রোডে মঙ্গলবার বিকাল ৩টার দিকে এ ঘটনা ঘটে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. বাচ্চু মিয়া তিন শ্রমিকের মৃত্যুর খবরের সত্যতা নিশ্চিত করেছেন।
নিহত শ্রমিকেরা হচ্ছেন- মো. জাহাঙ্গীর হোসেন (২৫), মো. সায়েম (১৭) ও মো. জয়নুল (১৮)।
তাদের সহকর্মী সানি ও পিংকু জানান, বেইলীরোডে নির্মাণাধীন বহুতল ভবনের ১০তলায় লিফটের সাটারিং এর কাজ চলছিল। এ সময় হঠাৎ মাচা ভেঙে ওই তিনজন নিচে পড়ে যান। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল জরুরি বিভাগে নিয়ে গেলে বিকেল ৪ টায় কর্তব্যরত চিকিৎসক তিনজনকেই মৃত ঘোষণা করেন।
নিহতদের গ্রামের বাড়ী সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলায়।
নিহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।