নির্বাচন সংক্রান্ত ব্রিফিংসহ, গণমাধ্যমে কথা বলতে পারবেন না রিটার্নিং কর্মকর্তারা

অনলাইন ডেস্ক: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জেলা প্রশাসক (ডিসি) ও বিভাগীয় কমিশনারদের সরকারের কোনো ব্রিফিংয়ে অংশগ্রহণ এবং গণমাধ্যমের সঙ্গে কথা না বলার নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

ইসির উপ-সচিব আব্দুল হালিম খান স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়। বিষয়টি বাস্তবায়নে এরইমধ্যে মন্ত্রিপরিষদ সচিবকে এ সংক্রান্ত চিঠি দেয়া হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, ঢাকা ও চট্টগ্রামের বিভাগীয় কমিশনার এবং জেলা প্রশাসকদের রিটার্নিং কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তাদেন চাকরি বর্তমানে নির্বাচন কমিশনের অধীনে। তাই নির্বাচনের ফলাফল গেজেট আকারে প্রকাশ পর্যন্ত তারা ইসির অনুমতি ছাড়া কর্মস্থল ত্যাগ করতে পারবেন না।

চিঠিতে আরও বলা হয়েছে, নির্বাচন কমিশনের সম্মতি ছাড়া কর্মকর্তারা সরকারের কোনো উন্নয়ন, প্রশাসনিক ও নির্বাচন সংক্রান্ত কোনো ব্রিফিংয়ে অংশগ্রহণ করতে পারবেন না।

নির্বাচন কমিশন থেকে নির্দেশনা সম্বলিত চিঠিটি মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখ্য সচিব, সব মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব ও সচিব, সব বিভাগীয় কমিশনার, সব জেলা প্রশাসক, সব আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, জ্যেষ্ঠ জেলা নির্বাচন অফিসার এবং জেলা নির্বাচন অফিসারদের কাছে পাঠানো হয়েছে।

নির্বাচন কমিশনে সম্প্রতি বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্ট অভিযোগ করে— জেলা প্রশাসকদের প্রধানমন্ত্রীর কার্যালয়ে ডেকে নিয়ে ব্রিফ করা হয়েছে। ওই অভিযোগের পরিপ্রেক্ষিতে ইসি থেকে এমন নির্দেশনা দেয়া হলো।