নিজস্ব প্রতিবেদক:
নারায়ণগঞ্জ সিটি করপোরশন (নাসিক) নির্বাচন বর্জনের প্রশ্নই আসে না বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেন, সরকারের নানা অনিয়ম, সীমাহীন দুর্নীতি, দুঃশাসনের বিরুদ্ধে নাসিক নির্বাচনে ভোটটারা গণরায় দেবে। এই নির্বাচনে ঐতিহাসিক ভোট বিপ্লব ঘটবে। আগামীকাল গণতন্ত্র পুণঃরুদ্ধারের পক্ষে গণরায়ের জোয়ার কেউ ঠেকাতে পারবে না।
বুধবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কাযালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
রিজভী আরও বলেন, নাসিক নির্বাচনের পরিবেশ বাহ্যিক দৃষ্টিতে শান্তিপূর্ণ থাকলেও ভয় ও নির্ভয়ের সংশয়ের দোলাচলে মানুষ ভুগছে। সব ধরনের নির্বাচন নিয়ে আওয়ামী লীগের কাছে অতীত সুখকর নয়। তাই মানুষ কিছুটা সংশয়ে রয়েছে। এই সংশয়ের মধ্যে ভোটারা তাদের ভোটাধিকার প্রয়োগের প্রস্তুতি নিচ্ছেন।
তিনি বলেন, সিটি করপোরশনের আশপাশে শাসক দলের ক্যাডররা নাকি অবস্থান করবে। প্রত্যক্ষ না হলেও পরোক্ষ কায়দায় নির্বাচনে তারা বিভিন্নভাবে প্রভাব খাটানোর চেষ্টা করবে। সরকার ও সন্ত্রাসীরা প্রভাব বিস্তার করলে তার বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করে শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠান করার দাবি করছি।
বিএনপির এই নেতা বলেন, আগামীকালের ভোট নিয়ে কোনো ধরনের কারসাজি হলে নারায়ণগঞ্জের সাহসী ভোটাররা তা মোকাবেলা করবে। নারায়ণগঞ্জবাসী সকল সন্ত্রাস, অনাচার, অত্যাচার ও নির্যাতনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ। বিএনপিও ভোটগ্রহণ থেকে শুরু করে শেষ পযর্ন্ত মাঠে থাকবে।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, বিএনপি চেয়ারপারনের উপদেষ্টা এম এ কাউয়ুম, আব্দুস সালাম, গণশিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূইয়া, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল আউয়াল খান, বিএনপির সহ-দফতর সম্পাদক মুনির হোসেন, সহ-প্রচার সম্পাদক আাদুল করিম শাহীন, ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু আশফাক প্রমুখ।