আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ফল যা-ইআসুক না কেন, তা মেনে নেবেন কি না- সে বিষয়ে কিছু বলেননি ডোনাল্ড ট্রাম্প।এ বিষয়ে কিছু বলতে বলা হলে ট্রাম্প তা প্রত্যাখ্যান করেন। তার এমন অবস্থান থেকে সংশয় সৃষ্টি হয়েছে যে, প্রেসিডেন্ট নির্বাচনে হিলারির কাছে পরাজিত হলে ফল না-ও মেনে নিতে পারেন ট্রাম্প।বুধবার স্থানীয় সময় রাত ৯টায় (বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকাল ৭টায়) যুক্তরাষ্ট্রের নেভাডা রাজ্যের লাস ভেগাস বিশ্ববিদ্যালয়ে করমর্দন ছাড়াই শুরু হয় প্রেসিডেন্ট নির্বাচনের দুই প্রার্থী ডেমোক্রেটিক পার্টির হিলারি ক্লিনটন ও রিপাবলিকান পার্টির ডোনাল্ড ট্রাম্পের তৃতীয় ও শেষ দফার বিতর্ক। শেষ হয় বাংলাদেশ সময় সকাল সাড়ে ৮টার দিকে। এবার সঞ্চালকের দায়িত্ব পালন করেন ফক্স নিউজ সানডের উপস্থাপক ক্রিস ওয়ালেস।বিতর্কের একপর্যায়ে ট্রাম্প জানান, নির্বাচনের ফল বৈধ কি না, সে ব্যাপারে সিদ্ধান্ত নিতে তিনি সময় নেবেন। তিনি বলেন, ‘সময় এলে আমি আপনাদের বলব। আমি আপনাদের উৎকণ্ঠায় রাখতে চাই।’এর মাধ্যমে নির্বাচনের ফলাফলকে যে তিনি চ্যালেঞ্জ করতে পারেন, সে সম্ভাবনা রয়ে গেল।ট্রাম্পের এমন বক্তব্যের সমালোচনা করে হিলারি বলেন, ‘ট্রাম্প কী বলছেন এবং কী বোঝাচ্ছেন, সে ব্যাপারে আমাদের স্পষ্ট হতে হবে। তিনি আমাদের গণতন্ত্রে কালিমালেপন করছেন। আমি হতবাগ যে, আমাদের দেশের প্রধান দুই দলের একটি থেকে প্রেসিডেন্ট প্রার্থী এমন অবস্থান নিচ্ছেন।’
তথ্যসূত্র : নিউ ইয়র্ক টাইমস