নির্বাচনে সহিংসতামুক্ত পরিবেশ নিশ্চিতে জাতিসংঘের আহ্বান

অনলাইন ডেস্ক : বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সহিংসতামুক্ত পরিবেশ নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট সব পক্ষকে আহ্বান জানিয়েছে জাতিসংঘ। বুধবার জাতিসংঘ মহাসচিব অ্যান্থোনিও গুতেরেস এক বিবৃতিতে এই আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে একটি শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক বাংলাদেশের প্রতি জাতিসংঘের অব্যাহত প্রতিশ্রুতির কথা পুনর্ব্যক্ত করেছেন মহাসচিব।

মহাসচিবের পক্ষে দেওয়া বিবৃতিতে মুখপাত্র স্টেফানে দুজারিক বলেন, সংখ্যালঘু ও নারীসহ বাংলাদেশের সব নাগরিক যেন নিরাপদ ও আত্মবিশ্বাসের সঙ্গে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন। সিভিল সোসাইটি ও নির্বাচনের পর্যবেক্ষকদের তাদের ভূমিকা রাখার জন্য পূর্ণ সহযোগিতা পাওয়া উচিত।

দুজারিক বলেন, এ উপলক্ষে সংশ্লিষ্ট সব পক্ষের প্রতি নির্বাচনের আগে, চলাকালীন ও পরে সহিংসতামুক্ত, ভীতিমুক্ত ও বলপ্রয়োগহীন একটি পরিবেশ নিশ্চিত করতে আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব। যাতে করে একটি শান্তিপূর্ণ, বিশ্বাসযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠিত হয়।

এর আগে গত সপ্তাহে নিয়মিত প্রেস ব্রিফিংয়ে দুজারিক এক প্রশ্নের জবাবে বলেছিলেন, বাংলাদেশের নির্বাচন পরিস্থিতি জাতিসংঘ নিবিড়ভাবে পর্যালোচনা করছে।

আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।