নির্বাচনের আগেই হেরে যাওয়ার অভ‌্যাস বিএনপির: কাদের

নিজস্ব প্রতিবেদক:
ক্ষমতাসীনদের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির তো অভ্যাস আছে নির্বাচনের আগেই হেরে যাওয়া। কাল থেকেই দেখবেন শুরু হয়ে গেছে- এই নিয়ে গেল… এই কেটে নিল। এটাতো তাদের পুরনো অভ্যাস। তারা তো এখন নালিশ পার্টি হয়ে গেছে। আমরা এখনও নির্বাচন কমিশনের আচরণবিধি কেউ লঙ্ঘন করিনি। নির্বাচনের আগ পর্যন্ত আমরা তা লঙ্ঘন করব না।
সোমবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের বার্ষিক সাংস্কৃতিক উৎসবের সমাপনী উপলক্ষে বিশ্ববিদ‌্যালয়ের অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
সেতুমন্ত্রী কাদের বলেন, নারায়ণগঞ্জের মানুষ সিটি করপোরেশন নির্বাচনে ‘যাকে খুশি’ ভোট দিয়ে নির্বাচিত করবে, সেখানে সরকার বা আওয়ামী লীগ কোনো হস্তক্ষেপ করবে না। এ বিষয়ে জননেত্রী শেখ হাসিনার স্পষ্ট নির্দেশনা রয়েছে। নির্বাচন কমিশন স্বাধীন ভূমিকা পালন করছে।
বিএনপি ‘অতীতের ভুলের খেসারত দিচ্ছে’ মন্তব‌্য করে তিনি বলেন, যে কোনও কাজেই সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে হয়। বিএনপি সেটা নিতে পারেনি, তাইতো তারা এখন ভুলের খেসারত দিচ্ছে।
বিএনপির দশম জাতীয় নির্বাচন বর্জনের প্রসঙ্গ টেনে কাদের বলেন, আমি আশা করি বিএনপি আগামী নির্বাচনে আর এই ভুল করবে না। তারা নির্বাচনে অংশ নেবে। তারা নির্বাচনে অংশ নেয়নি এটা আমাদের দোষ না।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক কামরুল হাসান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন‌্যদের মধ‌্যে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মো. শহীদুলল্লাহ সিকদার, অধ্যাপক মো. শারফুদ্দিন আহমেদ, অধ্যাপক এ এস এম জাকারিয়া, অধ্যাপক মোহাম্মদ আলী অসগর মোড়ল বক্তৃতা করেন।