নিম্নচাপটির চট্টগ্রাম উপকূপ অতিক্রম

একাত্তরলাইভডেস্ক: বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি  উত্তর এবং উত্তর-পূর্ব দিকে অগ্রসর হয়ে চট্টগ্রাম উপকূপ অতিক্রম করেছে।রোববার দুপুরে আবহাওয়ার বিশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে। চট্টগ্রামসহ আশেপাশের এলাকায় রোদ দেখা দিয়েছে।এদিকে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরের আগের ৪ নম্বর স্থানীয় হুশিয়ারি সংকেত থেকে নামিয়ে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।বিশেষ বুলেটিনে বলা হয়, নিম্নচাপটি সকাল ৬টার দিকে সীতাকুণ্ড দিয়ে চট্টগ্রাম উপকূল অতিক্রম করতে শুরু করে। দুপুরে উত্তর এবং উত্তর-পূর্ব দিকে অগ্রসর হয়ে পুরোপুরি উপকূল অতিক্রম করে।এদিকে সাগর বেশ উত্তাল রয়েছে। কোথাও কোথাও জোয়ারের পানি স্বাভাবিকের চেয়ে দুই ফুট বেশি উচ্চতায় উপকূলে আছড়ে পড়ছে।উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।