নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির প্রার্থী সাখাওয়াত হোসেন খান নিজের কেন্দ্রেও প্রায় এক হাজার ভোটে হেরেছেন।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির প্রার্থী সাখাওয়াত হোসেন খান নিজের কেন্দ্রেও প্রায় এক হাজার ভোটে হেরেছেন।
চাষাড়ার ঈদগাহ মাঠ সংলগ্ন আদর্শ স্কুলের দুটি কেন্দ্রে ধানের শীষ প্রতীক নিয়ে সাখাওয়াত পেয়েছেন ৯৬৮ ভোট । তার প্রতিদ্বন্দ্বী আইভী নৌকা প্রতীকে পেয়েছেন ১ হাজার ৯৩০ ভোট।
রিটার্নিং কর্মকর্তা মো. নুরুজ্জামান তালুকদার বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটায় এ ফল ঘোষণা করেন। ভোট দেওয়ার পর নিজের জয়ের আশা প্রকাশ করেন সাখাওয়াত হোসেন খান।