নরসিংদী প্রতিনিধি : সৈয়দ সারোয়ার জাহান জুয়েল (৩২) নামে এক এক যুবকের বস্তাবন্দী অর্ধগলিত লাশ শিবপুর থানার কোদালকাটা গ্রামের মিলনের মুরগীর ফার্মের ময়লার গর্ত থেকে মঙ্গলবার রাত ৯টার দিকে উদ্ধার করেছে শিবপুর থানা পুলিশ। শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দুজ্জামান জানান, জুয়েলের স্ত্রী ফেরদৌসি বেগম (৩০) রাত ৮ টার দিকে খবর দেয় কোদালকাটা মিলনের মুরগীর ফার্মের পিছনে ময়লার গর্তের পানিতে একটি বস্তা ভাসমান অবস্থায় দেখে এলাকাবাসী বস্তাটি উঠিয়ে খুলে সৈয়দ সারোয়ার জাহান জুয়েল’র অর্ধগলিত লাশ পাওয়া গেছে।
খবর শুনে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল করে ময়না তদন্তের জন্য বুধবার সকালে নরসিংদী সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। নিহত জুয়েলকে কুপিয়ে ও জবাই করে হত্যা করে চটের বস্তার মধ্যে ভর্তি করে উল্লেখিত গর্তে গুম করা হয়েছিল। সৈয়দ সারোয়ার জাহান জুয়েল ছোটাবন্দ গ্রামের মৃত সৈয়দ রবিকুল ইসলামের পুত্র।
এ বিষয়ে নিহত জুয়েলের স্বজনদের নির্দেশনামত মঙ্গলবার রাতেই কোদালকাটা গ্রামের মৃত আব্দুর কুদ্দুসের পুত্র আব্দুল কাদির মেম্বার (৬০), তার মেয়ের জামাই নরসিংদী শহরের ভেলানগর গ্রামের লিটন (৩৭) এবং ছোটাবন্দ গ্রামের আনোয়ার (৩৫) কে গ্রেফতার করা হয়েছে। এব্যাপারে নিহতের স্ত্রী ফেরদৌসী বেগম বাদী হয়ে শিবপুর থানায় একটি মামলা দায়ের করেছেন।
উল্লেখ্য নিহত জুয়েল বিগত ২৭ মে রাত অনুমান ৮ টার দিকে বাড়ী থেকে কয়েল আনতে পার্শ্ববর্তী নৌকাঘাটা বাজারে যায় এবং সেখান থেকে নিখোঁজ হয়। জুয়েলের নিখোজের বিষয়ে তার চাচা সাইফুল ইসলাম হেমিক শিবপুর থানায় একটি জিডি করেছিল। জিডি নং ১৩৭৬, তাং ২৮/৫/১৭ইং।